Homeখবরকলকাতাভাড়া করা বাড়িতে শুরু, ১৩৮ বছরের গৌরবময় ইতিহাস, আরজি কর এবার বিতর্কের...

ভাড়া করা বাড়িতে শুরু, ১৩৮ বছরের গৌরবময় ইতিহাস, আরজি কর এবার বিতর্কের কেন্দ্রে

প্রকাশিত

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, যেটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত, বর্তমানে বিতর্কের কেন্দ্রে।  এই প্রাচীন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা হয়েছিল ১৮৮৬ সালে, এবং এটি ছিল এশিয়ার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ। তবে এর আগে নানা বিতর্কে জড়িয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ।

আরজি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. রাধা গোবিন্দ কর। তিনি ১৮৫২ সালে জন্মগ্রহণ করেন। কলকাতার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ড. কর। তাঁর চেয়ে ৯ বছরের ছোট আরও এক বিশিষ্ট চিকিৎসক, ড. নীলরতন সরকার, যিনি পরবর্তীতে নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন। এই দুটি মেডিক্যাল কলেজই কলকাতার শীর্ষ সরকারি হাসপাতালগুলির মধ্যে অন্যতম, যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন।

ড. রাধা গোবিন্দ কর ১৯১৮ সালে মৃত্যুর আগে পর্যন্ত এই কলেজের সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। ১৯৫৮ সালের ১২ মে পশ্চিমবঙ্গ সরকার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি অধিগ্রহণ করে। বর্তমানে এই কলেজে পোস্ট-ডক্টরেট, পিজি ডিপ্লোমা, ফেলোশিপ, এবং আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামগুলির সুযোগ রয়েছে।

ড. রাধা গোবিন্দ করের সংক্ষিপ্ত জীবনী

ড. রাধা গোবিন্দ কর ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তাঁর চিকিৎসা বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল শৈশব থেকেই। তিনি বেঙ্গল মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন, যা তখন এশিয়ার প্রাচীনতম মেডিক্যাল কলেজ ছিল। পরবর্তীতে এই কলেজটি কলকাতা মেডিক্যাল কলেজ নামে পরিচিত হয়। তিনি ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করেন এবং ১৮৮৬ সালে ভারতে ফিরে আসেন।

ভারতে ফিরে এসে ড. রাধা গোবিন্দ কর উপলব্ধি করেন যে, কলকাতায় তখনকার জনসংখ্যার তুলনায় হাসপাতালের সংখ্যা একেবারেই অপ্রতুল। সেই সময় কলকাতা কলেরা, প্লেগের মতো মহামারির কবলে ছিল। এই অভিজ্ঞতা থেকেই তিনি একটি নতুন মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।

আরজি কর হাসপাতালের নামকরণ

১৮৯৮ সালে বেলগাছিয়ায় ৪ একর জমি ১২,০০০ টাকায় কেনা হয় এবং সেখানে হাসপাতালের প্রথম ভবনটি নির্মাণ করা হয়। ১৯০২ সালে হাসপাতালের উদ্বোধন করেন তৎকালীন গভর্নর লর্ড উডবার্ন। হাসপাতালটির নাম রাখা হয়েছিল ব্রিটেনের প্রিন্স অ্যালবার্ট ভিক্টরের নামে।

১৯৪৮ সালের ১২ মে হাসপাতালের নাম পরিবর্তন করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রাখা হয় ড. রাধা গোবিন্দ করের নামে। আজ, ১৩৮ বছর পর, এই প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে স্বীকৃত।

আরও পড়ুন

মানুষ কি খেপবে না? মানুষ কেন খেপবে না?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।