Homeখবরকলকাতাসখের বাজার মেট্রো স্টেশনের নাম পালটে বড়িশা হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি সাবর্ণ রায়...

সখের বাজার মেট্রো স্টেশনের নাম পালটে বড়িশা হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের

প্রকাশিত

কলকাতা: জোকা-বিবাদী মেট্রো রুটে সখের বাজার স্টেশনের নাম বড়িশার নামে করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ। এই অনুরোধ করে পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে দেবর্ষিবাবু বলেছেন, বড়িশার নামে নামকরণ সম্ভব না হলেও অন্তত যেন ‘বড়িশা সখেরবাজার’ করা হয়, যে ভাবে ‘শোভাবাজার সুতানুটি’ নামকরণ হয়েছে। বড়িশার নামে মেট্রো স্টেশনের নাম হলে বড়িশা তার প্রাপ্য সম্মানটুকু পাবে বলে মনে করেন দেবর্ষিবাবু।

সখের বাজার মেট্রো স্টেশনের নাম কেন বড়িশার নামে হওয়া উচিত, সে ব্যাপারে চিঠিতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন দেবর্ষিবাবু। তিনি লিখেছেন, কলকাতার ইতিহাস ও ঐতিহ্যে এক গুরুত্বপূর্ণ অনন্য পরিচিতি রয়েছে বড়িশার। খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে এই জনপদ ক্রমশ বেড়ে উঠেছে এবং সামাজিক-ধর্মীয় সমন্বয়ের এক ক্ষেত্র হয়ে উঠেছে। সপ্তদশ শতকের গোড়ার দিকে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের আমলে বড়িশা আরও বিখ্যাত হয়ে ওঠে।

চিঠিতে আরও বলা হয়েছে, কলকাতার প্রাচীনতম দুর্গাপূজা (১৬৯০) এবং কলকাতার প্রথম রথযাত্রার (১৭১৯) স্থান এই বড়িশা। এ ছাড়াও চণ্ডীপুজো (১৭৯২), দ্বাদশ শিবমন্দির ও রাধাকান্ত মন্দির (১৭৮০), অন্নপূর্ণা মন্দির (১৮৫০) সহ সপ্তদশ ও অষ্টাদশ শতকের আরও কিছু ঐতিহাসিক স্থাপত্যের জন্যও বড়িশা প্রসিদ্ধ স্থান।

এই বড়িশাতেই পা পড়েছে বিদ্যাসাগর, গান্ধীজি ও নেতাজির। কবি মোহিতলাল মজুমদার এবং বিশ্বখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এই বড়িশার মানুষ। তা ছাড়া এখানেই রয়েছে সাবর্ণ সংগ্রহশালা – ইতিহাস সংক্রান্ত এক অনন্য সংগ্রহশালা যা হাজার হাজার ছাত্র ও ইতিহাসপ্রেমীকে নানা ভাবে সমৃদ্ধ করে। আজ থিমপুজো ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বড়িশার খ্যাতি চারি দিকে ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রত্যক্ষ করতে বিশ্বের নানা প্রান্ত থেকে লোক এই বড়িশায় ছুটে আসে।

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের আশা, বড়িশার গুরুত্ব ও ভাবাবেগের কথা বিবেচনা করে মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের ব্যাপারে মুখ্যমন্ত্রী কার্যকর ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

মাত্র ১২ দিনে প্রায় সাড়ে ৫ সেমি ডুবেছে জোশীমঠ, বলছে উপগ্রহ চিত্র

গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ঘুরতে লাগবে কত খরচ?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

অপরাধপ্রবণতা বাড়ছে নাবালকদের মধ্যে! এক বছরে ৯ থেকে ১১৫ — চমকে দিল কলকাতার পরিসংখ্যান

এনসিআরবি ২০২৩ রিপোর্টে উদ্বেগজনক চিত্র— শিশুদের বিরুদ্ধে অপরাধ কমলেও, অপরাধে যুক্ত হচ্ছে আরও বেশি নাবালক। এক বছরে ৯ থেকে বেড়ে ১১৫ জন নাবালক অভিযুক্ত হয়েছেন কলকাতায়।