কলকাতা: এ বার সরস্বতী পুজোর থিমেও ‘অপা’! মানিকতলার একটি পুজো মণ্ডপে উঠে এসেছে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া সাম্প্রতিক এই ঘটনা।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। সেই টাকার পাহাড় “স্কুলের চাকরি কেলেঙ্কারি”র কি না, তা নিয়ে চলছে তদন্ত। ছবি: রাজীব বসু
সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের পুজো এ বার ১৭ বছরে পা দিল। শিক্ষায় নিয়োগে দুর্নীতি থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আন্দোলন ফুটে উঠেছে এ বারের থিমে। ছবি: রাজীব বসু
আয়োজক কমিটির অন্যতম প্রধান কর্তা বিশ্বজিৎ সরকার বলেন, রাজ্যে স্কুলের চাকরি নিয়ে যে ভাবে ব্যবসা চলছে বা চাকরি বিক্রি করা হচ্ছে তা তাঁরা এ ভাবেই দেখাতে চেয়েছেন। ছবি: রাজীব বসু
- Advertisement -Claim Your Gift Card Now