এসএফআই-এর পোস্টার ছেঁড়া থেকে স্লোগান, উত্তেজনাকর পরিস্থিতি বইমেলায়

0

কলকাতা: রবিবার বিকেলে উত্তেজনাকর পরিস্থিতি কলকাতা বইমেলায়। এসএফআই-এর পোস্টার ছেঁড়ার ঘটনায় সাময়িক ভাবে বিতণ্ডা বাঁধল বইমেলা চত্বরে।

ঘটনায় প্রকাশ, বইমেলা চত্বরের বাতিস্তম্ভে বইয়ের প্রচারমূলক পোস্টার লাগিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সদস্যরা। এ দিন দুপুরে সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে। এই নিয়ে বিতণ্ডা বাঁধে দু’পক্ষের মধ্যে। নিমেষে জড়ো হয়ে যায় উভয়পক্ষের সমর্থকরা।

তীব্র বাদানুবাদে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে চলে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা প্রশমনে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। যে কারণে জল আর বেশি দূর গড়ায়নি। এর পর ফের ওই জায়গায় পোস্টার লাগানো হয়। জটলার মধ্যে থেকে বলতে শোনা যায়, ‘বিজেপি বাঙালি বিরোধী’। অন্য দিকে, বিজেপি প্রভাবিত ‘ভারতীয় জনবার্তা’র স্টলের সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান তুলতে শুরু করে এক দল।

পুরো ঘটনায় কিছুটা হলেও হকচকিয়ে যান সাধারণ বইপ্রেমীরা। অনেকেই পাশ কাটিয়ে চলে গেলেও কেউ কেউ এসএফআই সমর্থকদের সঙ্গে পোস্টার লাগাতে এগিয়েও আসেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন