Homeখবরকলকাতাএসএফআই-এর পোস্টার ছেঁড়া থেকে স্লোগান, উত্তেজনাকর পরিস্থিতি বইমেলায়

এসএফআই-এর পোস্টার ছেঁড়া থেকে স্লোগান, উত্তেজনাকর পরিস্থিতি বইমেলায়

প্রকাশিত

কলকাতা: রবিবার বিকেলে উত্তেজনাকর পরিস্থিতি কলকাতা বইমেলায়। এসএফআই-এর পোস্টার ছেঁড়ার ঘটনায় সাময়িক ভাবে বিতণ্ডা বাঁধল বইমেলা চত্বরে।

poster

ঘটনায় প্রকাশ, বইমেলা চত্বরের বাতিস্তম্ভে বইয়ের প্রচারমূলক পোস্টার লাগিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই-এর সদস্যরা। এ দিন দুপুরে সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে। এই নিয়ে বিতণ্ডা বাঁধে দু’পক্ষের মধ্যে। নিমেষে জড়ো হয়ে যায় উভয়পক্ষের সমর্থকরা।

তীব্র বাদানুবাদে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে চলে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা প্রশমনে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। যে কারণে জল আর বেশি দূর গড়ায়নি। এর পর ফের ওই জায়গায় পোস্টার লাগানো হয়। জটলার মধ্যে থেকে বলতে শোনা যায়, ‘বিজেপি বাঙালি বিরোধী’। অন্য দিকে, বিজেপি প্রভাবিত ‘ভারতীয় জনবার্তা’র স্টলের সামনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান তুলতে শুরু করে এক দল।

poster 2

পুরো ঘটনায় কিছুটা হলেও হকচকিয়ে যান সাধারণ বইপ্রেমীরা। অনেকেই পাশ কাটিয়ে চলে গেলেও কেউ কেউ এসএফআই সমর্থকদের সঙ্গে পোস্টার লাগাতে এগিয়েও আসেন।

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রকল্প প্রচারে পড়ুয়ারা

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা। ছবি: রাজীব বসু বৃহস্পতিবার কলকাতার খিদিরপুর...

রেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি তুলল বিজেপি, কী যুক্তি দিলেন শমীক ভট্টাচার্য

বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় শিয়ালদহ স্টেশন থেকে একগুচ্ছ নতুন পরিষেবা চালু করেন। এই অনুষ্ঠানে বিজেপি শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি জানায়। রেলমন্ত্রী জানান, বিষয়টি বিবেচনা করবেন।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবে পম্পা সেনশর্মার কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন

কলকাতা: পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন হল মঙ্গলবার। ক্যালকাটা...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?