কলকাতা : বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়র ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। চলছে কাদা ছোড়াছুড়ি। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তথ্য দিল রেল কর্তৃপক্ষ। প্রকাশ্যে আনা হলো সিসিটিভি ফুটেজ। নিউ জলপাইগুড়ি নয় বরং বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। সোমবারও পাথর ছোড়া হয় বন্দে ভারতে। নতুন সেমি হাইস্পিড ট্রেনের দুটি কাচ ভাঙা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই যারা পাথর ছুড়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করেছে রেল। তাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।
এবিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “এর আগে আমরা দেখেছি বাংলার ভালো কাজকে বিজেপি চুরি করে অন্য রাজ্যে প্রচার করে। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে মা ফ্লাইওভারের ছবি চুরি করেছিল, গুজরাট নির্বাচনের আগেও বাংলার ভাল ভাল কাজগুলিকে চুরি করে দেখানো হয়েছে। বাংলার অনুকরণে নির্বাতনী ইস্তেহার করেছিল। আবার বাংলার বিধানসভা নির্বাচনের আগে কোনও একটা সিনেমার ঘটনা দেখিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। বিজেপি-র যে নেতারা বাংলায় আসেন, তাঁরা বাংলাবিদ্বেষী। তাঁদের কাজই বাংলাকে বদনাম করা। উত্তরপ্রদেশে তিনবার বন্দে ভারতে হামলা হয়েছে। শকুনের রাজনীতি হচ্ছে।”