Homeখবরকলকাতামন্ত্রিত্ব শাস্তি না পুরস্কার? শপথ নেওয়ার আগে জবাব দিলেন সুকান্ত মজুমদার

মন্ত্রিত্ব শাস্তি না পুরস্কার? শপথ নেওয়ার আগে জবাব দিলেন সুকান্ত মজুমদার

প্রকাশিত

মন্ত্রী হচ্ছেন বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লিতে মোদীর চা-চক্রে তাঁকে জানানো হয়েছে, তিনি মন্ত্রী হতে চলেছেন। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নেবেন। তাঁর সঙ্গে শপথ নেবেন সুকান্ত মজুমদারও। ঘটনাচক্রে এর আগেই তাঁর রাজ্য সভাপতির পদ গিয়েছেন। এই ঘটনাক্রম দেখে প্রশ্ন উঠছে, এই মন্ত্রিত্বপুরস্কার না কি শাস্তি? লোকসভা ভোটে রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য কি তাঁকে সভাপতি পদ থেকে সরিয়ে মন্ত্রিত্ব দেওয়া হল?

রাজ্যে দলের ফল নিয়ে বিজেপির একাধিক নেতা-নেত্রী প্রকাশ্যে এবং গোপনে সরব হয়েছেন। দিলীপ ঘোষ তো ফলে প্রকাশের পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। এই পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতির পদ থেকে সুকান্তকে সরিয়ে দিয়ে মন্ত্রীত্বে টেনে নেওয়া তাৎপর্যপূর্ণ তো বটেই। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি শাস্তিস্বরূপ তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে মন্ত্রীত্বে টেনে নেওয়া হল?

রবিবার এবিপি আনন্দে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন সুকান্ত মজুমদার।
তিনি বলেন, ‘পুরস্কার বা শাস্তি, কোনওটারই গুরুত্ব নেই। নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে। পরম বৈভবশালী যে ভারত তৈরির বৃহত্তর লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা, তা এ জীবনে পূর্ণ হওয়ার কথাই নয়। কল প্রজন্মকে লড়াই করতে হবে জানি না। তাই পুরস্কার বা তিরস্কার বলে কিছু নেই।’

তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়, রাজ্য সভাপতি নাকি কেন্দ্রে প্রতিমন্ত্রী, তাঁর ব্যক্তিগত পছন্দ কী? জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনও বিষয় নেই। সবকিছুই সাময়িক। চেয়ার কখনও পার্মানেন্ট হয় না। আমি তো গোড়া থেকেই বলে আসছি, আজ যে চেয়ারে বসছি, সারাজীবন সেই চেয়ারে থাকব না।’

২০২৬-এর বিধানসভা ভোটে তাঁর ভূমিকা কি হবে তা নিয়ে প্রশ্ন করা হয় সুকান্ত মজুমদারকে, জবাব তিনি বলেন, ‘ রাজ্য অবশ্যই প্রাধান্য পাবে। অবশ্যই নজর থাকবে। দল আমার পিছনে বিনিয়োগ করেছে। সাংসদ ছিলাম। তিন বছর রাজ্য সভাপতির পদ সামলেছি। স্বাভাবিক ভাবে যে পরিচিতি তৈরি হয়েছে, যে জনসমর্থন পেয়েছি, তাকে বিফলে যেতে দেওয়া যাবে না।’

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

তীব্র গরমের পর কলকাতায় স্বস্তির বৃষ্টি, দক্ষিণ ও উত্তরবঙ্গে কালবৈশাখীর সতর্কতা

কলকাতায় স্বস্তির বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কতা। কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

নববর্ষের কলকাতা: মিছিল, হালখাতা, মন্দিরে ভিড়—উৎসবের আমেজে মাতলো শহর

বাংলা নববর্ষে উৎসবের ছোঁয়ায় মোড়া কলকাতা। হালখাতা, মন্দিরে লক্ষ্মী-গণেশ পুজো আর রঙিন মিছিলের মধ্য দিয়ে শহরজুড়ে উদ্‌যাপন। রাজীব বসুর ক্যামেরায় ধরা পড়ল শহরের উৎসবের চিত্র।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে