কলকাতা: দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী তিন-চার দিনে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ ভাবেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা তো নেই-ই, তাপমাত্রাও বাড়বে। যা টের পাওয়া গেল সোমবারেই। এ বার জুড়িয়ে নেওয়ার দিন। ছবি: রাজীব বসু

হাওয়া অফিসের মতে, তাপমাত্রা বাড়ার কারণ পশ্চিম থেকে ঢুকছে শুষ্ক বায়ু। ভরসা আইসক্রিমে। ছবি: রাজীব বসু

আগামী দু’-তিন দিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। তবে দক্ষিণে তেমন কোনো সম্ভাবনার কথা শোনাচ্ছে না হাওয়া অফিস। বাবুঘাটে গঙ্গাস্নানে বিরতি নেই! ছবি: রাজীব বসু

সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি, মঙ্গলেও একই রকম হতে পারে, এর পর বুধবার বেড়ে হতে পারে ৩৭। পরিস্থিতি বুঝে আলিপুর চিড়িয়াখানায় জলের জীবন। ছবি: রাজীব বসু
বিজ্ঞাপন