Homeখবরকলকাতা‘দ্য বেঙ্গল ফাইল’ বিতর্কে তুঙ্গে, গোপাল ‘পাঠা’র নাতির আইনি নোটিস পরিচালক বিবেক...

‘দ্য বেঙ্গল ফাইল’ বিতর্কে তুঙ্গে, গোপাল ‘পাঠা’র নাতির আইনি নোটিস পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে

প্রকাশিত

কলকাতা: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে। গোপাল মুখার্জি, যিনি ‘গোপাল পাঠা’ নামে পরিচিত ছিলেন এবং ১৯৪৬ সালের ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-র দাঙ্গায় কেন্দ্রীয় কলকাতার হিন্দু এলাকাগুলির অন্যতম রক্ষক হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছিলেন, তাঁকে ‘অপমানজনক ও বিকৃত’ভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর নাতি শান্তনু মুখার্জি।

শনিবার আইটিসি রয়্যাল বেঙ্গলে ছবির ট্রেলার প্রকাশ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে অগ্নিহোত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বাগযুদ্ধ শুরু হয়। পরিচালক অভিযোগ করেন, বাংলায় ‘‘অরাজকতা ও একনায়কতন্ত্র’’ চলছে। পাল্টা তৃণমূলের বক্তব্য, ‘‘এটি একটি নির্বাচনের আগে তৈরি রাজনৈতিক ভিডিও, সিনেমা নয়।’’

তবে পরিবার রাজনীতিতে জড়াতে চায় না, জানিয়েছেন শান্তনু। তিনি বলেন, ‘‘ট্রেলার দেখে আশঙ্কা আরও বেড়েছে। দাদুকে ‘একটা মুসলিমবিদ্বেষী কসাই’ হিসেবে দেখানো হচ্ছে। অথচ ১৯৪৬ সালে দাদু হিন্দুদের পাশাপাশি মুসলিম পরিবারগুলিকেও রক্ষা করেছিলেন। মালাঙ্গা লেনের মুসলিম প্রতিবেশীদের তিনি আশ্রয় দিয়েছিলেন।’’

শান্তনু জানান, গোপাল পট্টা তাঁর অনুসারীদের বলেছিলেন— ‘‘নিরপরাধ কাউকে হত্যা কোরো না। শিশু, নারীকে রক্ষা করো, সে হিন্দু হোক বা মুসলিম।’’ কিন্তু ট্রেলারে তাঁকে ‘এক ছিল কসাই’ বলে দেখানো হয়েছে। শান্তনুর কথায়, ‘‘আমাদের কাছে দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক। তিনি গান্ধীজির অনুসারী ছিলেন, পরে নেতাজির মতোই সশস্ত্র সংগ্রামের পথে হেঁটেছিলেন। তাঁকে মুসলিমবিদ্বেষী কিংবা গান্ধীবিরোধী হিসেবে দেখানো ইতিহাস বিকৃত করা ছাড়া কিছু নয়।’’

পরিবারের বক্তব্য, ‘গোপাল পাঠা’ নামটি এসেছে বাংলার ‘বুকের পাটা’ শব্দ থেকে। অথচ ছবিতে নামটি এমনভাবে ব্যবহার করা হয়েছে, যাতে ‘পাঠা’ মানে ‘ছাগল’ বোঝায়, যা বিভ্রান্তি ছড়াতে পারে।

১৯৩৫ সালে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে গোপাল মুখার্জির মাংসের দোকান খোলা হয়েছিল। পরিবার জানিয়েছে, মুসলিম ব্যবসায়ীদের কাছ থেকেই দাদু ছাগল কিনতেন, ডাইরেক্ট অ্যাকশন ডে-র আগেও এবং পরেও। ২০০৫ সালে ৯২ বছর বয়সে গোপাল মুখার্জির মৃত্যু হয়।

শান্তনু ইতিমধ্যেই ১৪ জুলাই পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন এবং আইনি নোটিস পাঠিয়ে অভিযোগ করেছেন, ‘‘পরিচালকের কার্যকলাপ ইচ্ছাকৃতভাবে দাদুর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে, তাঁকে সাম্প্রদায়িক ঠগ হিসেবে তুলে ধরছে এবং সমাজে উত্তেজনা সৃষ্টি করতে পারে।’’

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গে কবে শুরু হবে বিশেষ ও নিবিড় সংশোধন (SIR)? সাংবাদিক বৈঠকে যা জানাল কমিশন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।