কলকাতা : সকাল থেকেই মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়া। সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রাতের দিকে তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি। তাপমাত্রা বাড়বে, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে।
তবে কেবলমাত্র দক্ষিণবঙ্গ নয়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গের বিভিন্ন জেলাতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এক কথায় বলা যেতে পারে শনিবার রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন : দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, ঘরোয়া রান্নার গ্যাস অপরিবর্তিত