Homeখবরকলকাতাআপৎকালীন প্রয়োজন ছাড়া মিলবে না ছুটি, নয়া নির্দেশিকা সংসদের

আপৎকালীন প্রয়োজন ছাড়া মিলবে না ছুটি, নয়া নির্দেশিকা সংসদের

প্রকাশিত

কলকাতা: শিক্ষক-শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীদের ছুটি নিয়ে নয়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এখন প্রয়োজন ছাড়া কিংবা আপৎকালীন প্রয়োজন ছাড়া ছুটি নিতে পারবেন না কোনো শিক্ষক -শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। ফলে চলতি মাসে সমস্যায় পড়তে পারেন তারা। একটি বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।চলতি মাসের শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা আবার চলতি মাসেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক। চলবে ২৭ মার্চ পর্যন্ত। পাশাপাশি একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষাও চলবে উচ্চমাধ্যমিকের সাথে। ফলে শিক্ষক শিক্ষিকারা ছুটি নিলে সমস্যা তৈরি হতে পারে, সেই কথা মাথায় রেখেই নয়া সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক-সহ একাদশ শ্রেণির পরীক্ষার গার্ড দেওয়ার ব্যাপারে যাতে নতুন করে কোনো শিক্ষকের অভাব নিয়ে কোন সমস্যা তৈরি না হয়, তা নিয়েই ভাবছে সংসদ। যার কারণে সংসদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

এমনকি সংসদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা চলাকালীন অন্য সমস্ত ক্লাসের পঠন পাঠন স্থগিত রাখা হবে।চলতি মাসের ৫ তারিখ বিজ্ঞপ্তি আকারে এই সিদ্ধান্ত জানানো হয়েছে সংসদের তরফে। যেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষক-শিক্ষিকা কিংবা অশিক্ষক কর্মী ছুটি নিতে পারবেন না। কোন ক্ষেত্রে আপতকালীন ছুটির প্রয়োজন হলে স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালন কমিটির প্রধান এবং ডিআই এর অনুমতি দিতে হবে। তারাই ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞপ্তিতে আরও একটি বিষয় পরিষ্কার করা হয়েছে, পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে সমস্ত অন্যান্য ক্লাসের পঠন পাঠন। এ ছাড়াও একাদশ শ্রেণির পরীক্ষা স্কুলগুলিতে সময়ের দ্বিতীয়ার্ধে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে। তবে পরীক্ষার দিনগুলিতে অন্যান্য ক্লাসের পঠনপাঠন শুধুমাত্র দ্বিতীয়ার্ধের জন্য বন্ধ করা হবে না কি সম্পূর্ণ ছুটি দেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ফের লালুর বাড়িতে সিবিআই! জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির ঘটনা রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ

সাম্প্রতিকতম

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

উত্তর-দক্ষিণবঙ্গ সংযোগে নতুন দিগন্ত: শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালু হচ্ছে ২০ জুন

উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে চালু হচ্ছে শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। নশিপুর রেলসেতু হয়ে প্রথম এক্সপ্রেস পরিষেবা।

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম...

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ জুন থেকে গোটা পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রাও নামবে উল্লেখযোগ্যভাবে।

আরও পড়ুন

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।

সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বড়িশার দুর্গাদালানে ‘মূর্ছ্ছনা’ রাগসঙ্গীত বৈঠক

৫ জুন সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবসে বড়িশার ঐতিহ্যবাহী দুর্গাদালানে আয়োজিত হল বার্ষিক রাগসঙ্গীত বৈঠক ‘মূর্ছ্ছনা’। একাধিক শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ দর্শক।

রেপো রেট কমায় ফের উজ্জীবিত কলকাতার সস্তার আবাসন বাজার, বাড়ছে বিক্রির আশা

রিজার্ভ ব্যাঙ্কের ১% রেপো রেট হ্রাসে বাড়ি কেনা আরও সস্তা, কলকাতায় ৫০ লক্ষ টাকার কম মূল্যের ফ্ল্যাটের বিক্রি বাড়ার আশায় রিয়েল এস্টেট সংস্থাগুলি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে