Homeখবরকলকাতাআলিপুরে অত্যাধুনিক গাড়ি পার্কিং জোনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, নাম দিলেন সম্পান্ন

আলিপুরে অত্যাধুনিক গাড়ি পার্কিং জোনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, নাম দিলেন সম্পান্ন

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা : আলিপুরে আরও এক নতুন সংযোজন। আলিপুরে রাজ্যের বৃহত্তম কার পার্কিং ব্যবস্থার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পান্নের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন এই উন্নতমানের গাড়ি পার্কিং ব্যবস্থার নাম সম্পান্ন। নাম দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি উদ্বোধন করলেন পরিবহন ব্যবস্থা সংক্রান্ত অত্যাধুনিক পরিষেবার। আর এত কিছু প্রকল্প এবং নতুন ভবন উদ্বোধন এবং ঘোষণার কথা শুনে স্বাভাবিকভাবে খুশি কলকাতাবাসী।

নবান্ন, সৌজন্য, উত্তীর্ণর পর এবার উদ্বোধন হলো সম্পান্ন। আলিপুর থেকে কলকাতার অন্যতম অত্যাধুনিক মাল্টি লেভেল পার্কিং ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মাল্টি লেভেল কার পার্কিং ভবনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, পুলক রায়, স্নেহাশীষ চক্রবর্তী এবং দিলীপ মন্ডল। নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত একাধিক অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আলিপুরের অন্যতম অত্যাধুনিক মাল্টি লেভেল কার পার্কিং ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,” আমরা যখন ভেবেছিলাম ,কোথায় কি করা যায়, সেই করতে করতে ইকোপার্ক, ওয়াক্স মিউজিয়াম, কনভেনশন সেন্টার বানানো হয়েছিল। নবান্ন, সৌজন্য, উত্তীর্ণ তার পাশে ধনধান্য এবং এটার নাম দিলাম সম্পান্ন।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “এই সম্পান্নোর একদিকে যেমন আলিপুর চিড়িয়াখানা অন্যদিকে ধনধান্য স্টেডিয়াম। আবার আলিপুর জেলকেও মিউজিয়াম হিসাবে নতুন করে সাজানো হয়েছে। এই চারটি জায়গার সংযোগস্থলেই তৈরি হয়েছে নতুন পার্কিং স্লট ফলে এখানে আসা মানুষদের আর রাস্তার পাশে গাড়ি রাখতে হবে না অন্যদিকে রাস্তার সংকীর্ণ হয়ে যানজটের পরিস্থিতিও তৈরি হবে না। ভবিষ্যতে এই কার পার্কিং ভবন আরও চার তলা বাড়ানো হবে বলেই জানা যাচ্ছে।

নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি নতুন একটি পরিষেবা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,” এবার আমরা জারি করলাম ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস। এর ফলে সব গাড়িতেই নজর রাখবে পুলিশ ও পরিবহন দপ্তর। মেয়েদের উপর কোন অত্যাচার হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হবে। নজর থাকবে গতি স্থান সহ সমস্ত বিষয়ে। কোন কিছু করবার হলেই প্যানিক বাটন বাজবে। বাটন টিপলেই পুলিশ জানতে পারবে আপনার সমস্যা হয়েছে।”

এই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, আগামী তিন মাসের মধ্যে কলকাতা আরও একটি স্টেডিয়াম পেতে চলেছে। সায়েন্স সিটির মতোই তৈরি হচ্ছে আরও একটি ইন্ডোর স্টেডিয়াম। যেটি শঙ্খের আকৃতি। আগামী পয়লা বৈশাখের মধ্যেই উদ্বোধন করা হবে এই স্টেডিয়ামের। এছাড়াও আলিপুর গ্রিন সিটি প্রকল্পের কাজ এবং কালীঘাটের স্কাই ওয়াকের কাজ সহ আদি গঙ্গা সংস্কারের কাজ নিয়েও সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।

ট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

এক অভিজ্ঞ ট্যুর অপারেটর বলেন, “যদি কোনও অফার খুব বেশি ভালো লাগে বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি ফাঁদ।”

চিংড়িঘাটায় যানজট মুক্তির পথে বড় পদক্ষেপ, রাস্তা সম্প্রসারণের আগে পুনর্বাসন শুরু কেএমডিএ-র

চিংড়িঘাটায় যানজট নিরসনে রাস্তা চওড়া করার পরিকল্পনা নিয়েছে কেএমডিএ। চারটি বহুতল ভাঙার আগে পুনর্বাসনের ব্যবস্থা শুরু হয়েছে। সুকান্তনগরে তৈরি হবে পাঁচতলা ভবন।