কলকাতা : আজ, সোমবার বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মু। আজ এবং আগামীকাল বঙ্গেই থাকবেন তিনি। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এদিন নেতাজি ভবন যাবেন রাষ্ট্রপতি। যাবেন জোড়াসাঁকো। রাজভবনে সারবেন মধ্যাহ্নভোজন। বিকেলবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সংবর্ধনা জানানো হবে রাষ্ট্রপতিকে।
মঙ্গলবারও রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। যোগদান করার কথা রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। আর এই সমস্ত কর্মসূচির জন্য শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হবে তাঁকে। আর সে কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে দুদিন শহরে থাকবেন অর্থাৎ ২৭ তারিখ এবং ২৮ তারিখ নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার ট্রাফিক পুলিশের তরফে।
জানা যাচ্ছে, সোমবার দুপুর ১২ টা ১৫ মিনিট থেকে ১.৩০ পর্যন্ত উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড এবং এটিএম রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, রানী রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোর, রবীন্দ্র সরণী থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বিবি গাঙ্গুলী স্ট্রীটে সোমবার দুপুর ১ টা থেকে ২ টো পর্যন্ত নিয়ন্ত্রিত হবে যান চলাচল।
মঙ্গলবার সকালেও নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। উত্তর এবং দক্ষিণ মুখী রেড রোড, উত্তর এবং দক্ষিণ মুখী খিদিরপুর রোড, দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সকাল ৭ টা ৩০ মিনিট থেকে সকাল ৯ টা ১০ মিনিট পর্যন্ত। এছাড়াও মা উড়ালপুল এবং এজেসি বোস উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে।
আরও পড়ুন : আজ রাজ্য সফরে রাষ্ট্রপতি, পড়ে নিন আরও ৫টি খবর