Homeখবরকলকাতাপার্কিং ফি বিতর্কে নয়া মোড়, সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য 'ধন্যবাদ' টুইট তৃণমূলের

পার্কিং ফি বিতর্কে নয়া মোড়, সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য ‘ধন্যবাদ’ টুইট তৃণমূলের

প্রকাশিত

কলকাতা: পার্কিং ফি নিয়ে দিনভর জল্পনার পর আচমকা তৃণমূলের টুইট। কলকাতা পুরসভা এলাকায় রাস্তার পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়ে দিল তৃণমূল! এ জন্য শুক্রবার সন্ধ্যায় টুইট করে তারা কলকাতা পুরসভাকে ধন্যবাদও জানিয়েছে। যদিও সেই সিদ্ধান্তের ব্যাপারে এখনও পর্যন্ত পুরসভার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

পার্কিং ফি বৃদ্ধি নিয়ে ববি হাকিম পরিচালিত কলকাতা পুরসভার সিদ্ধান্তের প্রকাশ্য়ে সাংবাদিক বৈঠক করে কড়া সমালোচনা করেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘পার্কিং ফি বৃদ্ধি মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে হয়নি, সিদ্ধান্ত যে স্তরে বা যাঁরাই নিয়ে থাকুন, সরকার বা দল অনুমোদন করে না’। তিনি আরও জানিয়েছেন, সাধারণ মানুষের আর্থিক চাপ বাড়ুক মুখ্যমন্ত্রী কখনোই চান না।

কুণালের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চান না সাধারণ মানুষের উপর চাপ পড়ুক। মুখ্যমন্ত্রী মেয়রকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা জানিয়ে দিয়েছেন। দলের শীর্ষ নেতৃত্বের তরফেও বার্তা দেওয়া হয়েছে। সম্ভবত আজকের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’।

প্রসঙ্গত, দিনকয়েক আগে ফিরহাদ হাকিম জানান, প্রতি একঘণ্টা পিছু দু’চাকা গাড়ি পার্কিং করতে লাগবে ১০ টাকা। চার চাকা গাড়ির পার্কিং ফি বেড়ে দাঁড়ায় ২০ টাকা। ৫ ঘণ্টার বেশি সময় গাড়ি রাখলে ঘণ্টাপিছু দিতে হবে ১০০ টাকা। বাস এবং লরি রাখার জন্য ঘণ্টাপিছু পার্কিং ফি ২০ টাকা থেকে বেড়ে হয় ৪০ টাকা। পুরসভা সূত্রে খবর, প্রথম দু’ঘণ্টা ফি একই থাকবে। তবে দু’চাকা গাড়ি পার্কিং লটে ৩ ঘণ্টা থাকলেই ফি ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য ৬০ টাকা এবং ৫ ঘণ্টার জন্য ৮০ টাকা। মোটরবাইক রাখার সময়সীমা ৫ ঘণ্টা পেরিয়ে গেলেই ঘণ্টা পিছু পার্কিং ফি বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। চারচাকা গাড়ির ক্ষেত্রে ২ ঘণ্টার জন্য ৪০, ৩ ঘণ্টার জন্য ৮০, ৪ ঘণ্টার জন্য ১২০ এবং ৫ ঘণ্টার জন্য ১৬০ টাকা পার্কিং ফি।

এই আবহে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে ধন্যবাদ দেওয়া হল কলকাতা পুরসভাকে। তারা লিখেছে, ‘কলকাতায় পার্কিং চার্জ বাড়ানোর সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ কলকাতা পুরসভা। এই কঠিন সময়ে, রাজ্য সরকার বা কলকাতা পুরসভা মানুষের উপর বোঝা বাড়াতে চায় না। আপনাদের ভাল রাখা এবং আপনাদের ভাল থাকাই আমাদের একমাত্র লক্ষ্য’।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় নজরদারি রাজভবনের, সাপ্তাহিক রিপোর্ট চেয়ে চিঠি বিশ্ববিদ্যালয়গুলিকে

সাম্প্রতিকতম

পুজো উদ্বোধন চলছে, অতিথিরা আসছেন, বাজারে ভিড়, এরই মাঝে অনশনে জুনিয়র ডাক্তাররা: রাজীব বসুর ক্যামেরায়   

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার। সেই হিসাবে পঞ্চমী হওয়া উচিত সোমবার। কিন্তু বেশির ভাগ...

রোদে পুড়ে চামড়া কালচে হয়েছে, কীভাবে ঘরোয়া উপায়ে ঝকঝকে করবেন ট্যান পড়া ত্বক

সারাদিন রোদে ঘোরাঘুরি করে অনেকেরই হাতে ট্যান পড়ে যায়। রোদে পোড়া হাতের ত্বক বেশি...

আম জনতার হেঁশেলে আগুন, বেড়েছে নিরামিষ খাবারের খরচ, বলছে ক্রিসিল রিপোর্ট

শুরু হয়েছে উৎসবের মরশুম, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পেটপুজো ছাড়া বাঙালির যে কোনো উৎসবের...

ভারত-বাংলাদেশ ১ম টি২০: সূর্যকুমাররা জয় ছিনিয়ে নিলেন ১১.৫ ওভারেই  

বাংলাদেশ: ১২৭ (১৯.৫ ওভারে) (মেহেদি হাসান মিরাজ ৩৫ নট আউট, নাজমুল হোসেন শান্ত ২৭,...

আরও পড়ুন

পুজো উদ্বোধন চলছে, অতিথিরা আসছেন, বাজারে ভিড়, এরই মাঝে অনশনে জুনিয়র ডাক্তাররা: রাজীব বসুর ক্যামেরায়   

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার। সেই হিসাবে পঞ্চমী হওয়া উচিত সোমবার। কিন্তু বেশির ভাগ...

দুর্গাপুজো ২০২৪ উপলক্ষে কলকাতার আইকনিক আইএইচসিএল হোটেলগুলোর বিশেষ মেনু

দুর্গাপুজো উপলক্ষে তাজ বেঙ্গল সহ কলকাতার অন্যান্য পাঁচ তারকা হোটেলগুলোতে সেজে উঠেছে বিভিন্ন ভোজের আয়োজন। ঐতিহ্যবাহী বাঙালি রান্না থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ও চীনা খাবারও থাকছে মেনুতে।

এ বার জুনিয়র ডাক্তারদের সমর্থনে অনশনে বসবেন সিনিয়র ডাক্তাররা

আরজি কর নির্যাতিতার বিচারের দাবিতে সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা যৌথভাবে আমরণ অনশন শুরু করেছেন। ১০ দফা দাবিতে সরকারের কোনও প্রতিক্রিয়া না পাওয়ায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?