দেশ, বিদেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নজর রাখুন খবর অনলাইনের লাইভ আপডেটের পাতায়। সর্বশেষ ঘটনাটি সবচেয়ে ওপরে দেখা যাবে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দুই দেশের উচ্চপর্যায়ের এই সাক্ষাতের কথা জানায় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের প্রেস রিলিজে জানানো হয়েছে, বৈঠকে কলোম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC)–এর বিভিন্ন দিক এবং ভারত–বাংলাদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন দুই পক্ষই।
সাক্ষাতের সময় খলিলুর রহমান অজিত ডোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এই বৈঠককে দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীকে ঘিরে যে জল্পনা চলছিল, তার ইতি ঘটল বুধবার। শেষ পর্যন্ত আবারও নীতীশ কুমারকেই নেতা হিসেবে সামনে আনল এনডিএ। এদিন বিহার বিধানসভায় তাঁকে সর্বসম্মতিক্রমে এনডিএ-র বিধানসভা দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। এরপরই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান নীতীশ।
সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে আবার শপথ নিতে চলেছেন তিনি। সঙ্গে প্রায় ২২ জন মন্ত্রী শপথ নেবেন বলেই সূত্রের খবর। তবে কোন দল থেকে কতজন মন্ত্রী পদ পেতে পারেন, তা এখনও স্পষ্ট নয়।
নীতীশই যে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন—এনডিএ-র এই সিদ্ধান্তে বিহারের রাজনৈতিক জল্পনার অবসান হল বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার তিনি দশম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন।


