দেশ, বিদেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নজর রাখুন খবর অনলাইনের লাইভ আপডেটের পাতায়। সর্বশেষ ঘটনাটি সবচেয়ে ওপরে দেখা যাবে।
সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী সিজেআই বিআর গবই রবিবার ৬৫ বছরে পা দিয়ে অবসর নেওয়ার পরই তাঁর স্থলাভিষিক্ত হলেন বরিষ্ঠতম বিচারপতি কান্ত। দিল্লিতে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদায়ী সিজেআইয়ের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ করেছিলেন। বিচারপতি কান্ত ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন। তাঁর পরে সিজেআই হিসেবে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বিচারপতি বিক্রম নাথের।
দিল্লির এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সিন্ধ প্রদেশ ‘একদিন ভারতে ফিরতে পারে’—এই মন্তব্যের তীব্র নিন্দা করল পাকিস্তান। রবিবার রাতেই ইসলামাবাদ বিবৃতি দিয়ে দাবি করেছে, রাজনাথের মন্তব্য ‘‘হিন্দুত্ববাদী মানসিকতা’’র প্রকাশ এবং আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধী। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পরামর্শ, ভারত যেন উস্কানিমূলক মন্তব্য এড়িয়ে নিজের দেশের নাগরিকদের—বিশেষত সংখ্যালঘুদের—সুরক্ষায় বেশি মন দেয়।


