Homeখবরইলিয়ট রোডে গুদামে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের ১৫টি ইঞ্জিন

ইলিয়ট রোডে গুদামে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের ১৫টি ইঞ্জিন

প্রকাশিত

কলকাতা: শনিবার সন্ধ্যায় কলকাতার ইলিয়ট রোডের এক গুদামে আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাদুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত হননি। তবে এক দমকলকর্মী জখম হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান।

গুদামটি ১২বি ইলিয়ট রোডে এক বহুতলে। দাহ্যবস্তু ভরা ওই গুদামে আগুন লাগে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। খবর পেয়ে দমকলের ১৫টি ইঞ্জিন দফায় দফায় ঘটনাস্থলে পৌঁছোয় এবং আগুন নেভানোর কাজে নেমে পড়ে। আগুন লাগার সময় গুদামে কোনো কর্মী ছিলেন না। তবে গুদামের আশেপাশে বেশ কিছু ফ্ল্যাট রয়েছে। সেই সব ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদকে বাইরে বার করে আনা হয়।

ইলিয়ট রোডের ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ। বহুতলের যে তলায় আগুন লাগে তার ঠিক উপরের তলাতেই রয়েছে একটি স্কুল। স্থানীয়রা জানান, ওই গুদামে নানা সুগন্ধি, প্লাস্টিকের জিনিস, চকোলেট, চিপস, সিগারেট ইত্যাদি দাহ্য বস্তু মজুত ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথম দিকে একটু সমস্যা হয় বলে দমকলের একটি সূত্রে জানা যায়। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

পুলিশের প্রচারেও থামছে না গণপিটুনি, ফের বনগাঁয় ভবঘুরেকে ছেলেধরা সন্দেহে মার

শনিবার রাতে ঠাকুরপল্লির রাস্তায় এক ভবঘুরে যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন জড়ো হয়ে যুবককে বেধড়ক মারধর করে।

ধর্মতলায় শাহি সভা, কালো পোশাক পরে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

কলকাতা: শাহি-সভাকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। বুধবার ধর্মতলায় বিজেপির সভায় থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

আজ রবিবার ছটপুজো, রবীন্দ্র সরোবরে নয়, পুজো সারতে হবে অস্থায়ী জলাশয়ে

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার ছটপুজো। কার্যত আজ বিকেল থেকে কাল সকাল পর্যন্ত চলবে এই...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?