Homeখবরদেশওড়িশার দুর্ঘটনাস্থলে মমতা, এই রাজ্যের ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষণা করলেন আর্থিক সাহায্য

ওড়িশার দুর্ঘটনাস্থলে মমতা, এই রাজ্যের ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষণা করলেন আর্থিক সাহায্য

প্রকাশিত

কলকাতা: ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার সন্ধ্যার এই দুর্ঘটনার জন্য রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে গিয়ে বাংলার আহত ও নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণাও করলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় দুর্ঘটনার কবলে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। শনিবার সকালে দুর্ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি।

ওড়িশা সরকারের পক্ষ থেকে কনভয়ে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকেই মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা করেন। তিনি জানান, এই রাজ্যের নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের রাজ্যে ফেরানোর জন্য পাঠানো হচ্ছে বাস। মেদিনীপুর থেকে এসেছেন ৫০ জন্য অফিসারদের একটি টিম। 

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম এসেছে ওড়িশায়। দুর্ঘটনার পিছনের নিশ্চয় কিছু রয়েছে। ভাল করে দুর্ঘটনার তদন্ত হোক”। রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই এ দিন রেলের সমালোচনা করেছেন তিনি। এই দুর্ঘটনাকে ‘শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা’ আখ্যা দিয়ে রেলকে তোপ দাগতেও ছাড়েননি মমতা। রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই তিনি বলে দেন, “আমি তিন বছর রেলমন্ত্রী হিসেবে কাজ করেছি। কিন্তু এখন মনে হয় রেলে নিজেদের মধ্যে কোনো কো-অর্ডিনেশন নেই। কী ভাবে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল তার ভালো করে তদন্ত হোক”।

তিনি আরও বলেন, “করমণ্ডল এক্সপ্রেসে কোনো সংঘর্ষ প্রতিরোধী যন্ত্র ছিল না। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন আমি একটা অ্যান্টি-কলিশন ডিভাইস চালু করেছিলাম। একই ট্র্যাকে একটি নির্দিষ্ট দূরত্বে চলা ট্রেনগুলিকে থামাতে সাহায্য করে ওই অ্যান্টি-কলিশন ডিভাইস। যদি ওই ডিভাইস থাকত, তবে হয়তো এত বড়ো সংঘর্ষ হতো না। এই ধরনের প্রযুক্তি প্রয়োগ করে এই ঘটনা এড়ানো যেত।”

উল্লেখ্য, শুক্রবার বাহানাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে তিনটি ট্রেন। লাইনচ্যুত হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি। এ ছাড়াও হাওড়া-বেঙ্গালুরু সুপারফাস্টের ৩-৪টি বগি লাইনচ্যুত হয়েছে। একটি মালগাড়ির কয়েকটি কামরাও লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ২৮০, আহত বহু। মৃত এবং আহত দুইয়ের সংখ্যাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৮০, আহত ৬৫০

সাম্প্রতিকতম

সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসাবে শতরান করে আইপিএল-এ ইতিহাস গড়ল ১৪ বছরের বৈভব সূর্যবংশী

খবর অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ২৮ এপ্রিল – আইপিএল-এর ইতিহাসে স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত...

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আরও পড়ুন

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

ভারত-পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার পাশে কোন দেশ জেনে নিন

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ফের ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানের পাশে চীন ছাড়া কেউ নয়, ভারতের পাশে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল-সহ বড় শক্তিগুলি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে