Homeখবরদেশভুয়ো এনসিসি ক্যাম্প করে ১৩ ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক-সহ গ্রেফতার ১১

ভুয়ো এনসিসি ক্যাম্প করে ১৩ ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক-সহ গ্রেফতার ১১

প্রকাশিত

চেন্নাই: ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি-র নামে ভুয়ো ক্যাম্প। পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য স্কুলে ক্যাম্পের আয়োজন। আর সেখানেই বেশ কয়েকজন ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ। কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার আবহে নতুন মাত্রা যোগ করেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরির এই ভুয়ো এনসিসি ক্যাম্প-কাণ্ড।

সোমবার পুলিশ জানিয়েছে, একটি ভুয়ো এনসিসি ক্যাম্পে অন্তত ১৩ জন মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে যৌন নির্যাতন করা হয়েছে। এই মামলায় ক্যাম্প সংগঠক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুই শিক্ষক ও একজন সংবাদদাতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তে জানা গেছে যে, ওই বেসরকারি স্কুলের কোনো এনসিসি ইউনিট ছিল না। যে কারণে আয়োজকরা স্কুল পরিচালন মন্ডলীকে বলেছিল যে এই জাতীয় শিবিরের আয়োজন করলে পরবর্তীতে তাদের একটি এনসিসি ইউনিটের জন্য যোগ্যতা অর্জন করতে সাহায্য করবে।

পুলিশ জানিয়েছে, যে দলটিকে ক্যাম্পের জন্য নিযুক্ত করা হয়ে, তার যথাযথ খোঁজখবর নিতে স্কুল ব্যর্থ হয়েছিল। এই মাসের শুরুতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শিবিরে ১৭ জন ছাত্রীসহ ৪১ জন পড়ুয়া অংশগ্রহণ করে।

মেয়েদের দোতলায় স্কুল অডিটোরিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছিল, আর ছেলেদের রাখা হয়েছিল নিচতলায়। ক্যাম্পের তদারকির জন্য কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। মেয়েদের প্রলোভন দেখিয়ে অডিটোরিয়াম থেকে বের করে নিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

জেলা পুলিশ সুপার, পি থাঙ্গাদুরাই এনডিটিভিকে বলেছেন, “স্কুল কর্তৃপক্ষ যৌন অপরাধ সম্পর্কে সচেতন ছিল কিন্তু পুলিশকে জানানোর পরিবর্তে বিষয়টি চাপা দেওয়ার পথ বেছে নিয়েছিলেন। পড়ুয়াদের বলা হয়েছিল এটিকে গুরুত্ব না নেওয়ার জন্য। রীতিমত নির্দেশ দেওয়া হয়েছিল”।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...