Homeখবরদেশমহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী: রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন নেতাদের, সবরমতী আশ্রমে বিশেষ প্রার্থনাসভা   

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী: রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন নেতাদের, সবরমতী আশ্রমে বিশেষ প্রার্থনাসভা   

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: দেশ জুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা রাজঘাটে  জাতির জনক-এর প্রতি শ্রদ্ধা জানান।

ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করার জন্য গান্ধীজি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছিলেন। মহাত্মা গান্ধীকে ‘বাপু’ নামে ডেকে আপন করে নিয়েছিল দেশের সাধারণ মানুষ।

মহাত্মা গান্ধী ছিলেন অহিংসার প্রচারক। তিনি রক্তপাতের প্রচণ্ড বিরোধী ছিলেন। তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন অহিংস আন্দোলনের মাধ্যমেও লক্ষ্য পূরণ করা যায়। সারা বিশ্বে অহিংসার বার্তা ছড়িয়ে দিতে তাই এ দিনটি ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ হিসাবেও পালন করা হয়।

গান্ধীজির জন্মদিন উপলক্ষ্যে এ দিন অমদাবাদে সবরমতী আশ্রমের ‘হৃদয় কুঞ্জ’-এ এক প্রার্থনাসভার আয়োজন করা হয়।

এ দিন রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “গান্ধী জয়ন্তীর বিশেষ দিনে আমি মহাত্মা গান্ধীর কাছে প্রণত হই। তাঁর চিরন্তন শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে। মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী। ঐক্য ও দয়ার মনোভাব জাগিয়ে তুলতে সমগ্র মানবসমাজকে তিনি প্রেরণা জোগান। তাঁর স্বপ্নপূরণের জন্য আমরা যেন সব সময় একযোগে কাজ করতে পারি। সর্বত্র ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে যে পরিবর্তনের স্বপ্ন তিনি দেখেছিলেন, তাঁর চিন্তাভাবনা যেন প্রতিটি তরুণকে সেই পরিবর্তনের প্রতিনিধি করে গড়ে তুলতে পারে।”

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গান্ধীজির জন্মস্থান পোরবন্দরের কীর্তি মন্দিরে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। তিনি সেখানে জাতির জনক-এর প্রতি শ্রদ্ধা জানান।

পটেল তাঁর পোস্টে লিখেছেন, “সারা বিশ্বকে সত্যাগ্রহের অস্ত্র দিয়েছিলেন বাপু। সব সময় সত্যের পাশে থেকে এবং প্রচণ্ড শক্তিশালী সেনার বিরুদ্ধে দৃঢ় থেকে কী ভাবে বাঁচতে হয় তা শিখিয়েছিলেন তিনি। সমগ্র মানবসমাজকে প্রেরণা জোগানোর জন্য বাপুর জীবন চিরন্তন উৎস হয়ে থাকবে।”

রাজঘাটে পুষ্পস্তবক অর্পণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খরগে।  

আরও পড়ুন    

রক্ষণাবেক্ষণের অভাবে আগাছার জঙ্গল, অবহেলায় জীর্ণ হচ্ছে সোদপুরে গান্ধীজির ‘দ্বিতীয় বাড়ি’  

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?