Homeখবরদেশছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে মাওবাদী হামলা! হত ৩, আহত ১৪

ছত্তীসগঢ়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে মাওবাদী হামলা! হত ৩, আহত ১৪

প্রকাশিত

মঙ্গলবার বড়োসড়ো মাওবাদী হামলা ছত্তীসগঢ়ে। সুকমা ও বিজাপুর জেলার সীমান্ত এলাকা ‌টেকলগুড়েমে এ দিন বড়ো আকারের হামলা চালায় মাওবাদীরা। সিআরপিএফ কোবরা এবং ডিআরজি-র যৌথ বাহিনীকে নিশানা করে অতর্কিত হামলা। মাওবাদীদের গুলিতে নিহত তিন জওয়ান। পাশাপাশি ১৪ জন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

এ দিনই টেকলগুড়েমে নতুন ক্যাম্প বসিয়েছে পুলিশ। এই শিবিরের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানরা ক্যাম্প তৈরির পর জুনাগুড়া-আলিগুড়া এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময়ে অতর্কিত হামলা চালায় মাওবাদীরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়। জওয়ানরাও পাল্টা পদক্ষেপ নেয়।

ঘটনায় প্রকাশ, উভয় তরফে প্রায় চার ঘণ্টা গোলাগুলি ছোড়া হয়। জওয়ানদের লক্ষ্য করে ১০০টিরও বেশি বিজিএল (ব্যারেল গ্রেনেড লঞ্চার) নিক্ষেপ করে মাওবাদীরা। যার ফলে বহু জওয়ান আহত হন। বুলেটের আঘাতে তিন জওয়ান শহিদ হন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আহতদের পর্যাপ্ত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রায়পুরে রেফার করা হচ্ছে। বস্তার আইজি সুন্দররাজ পি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই এনকাউন্টারে অনেক মাওবাদীও গুলিবিদ্ধ হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে, ২০২১ সালের মতোই আবারও জওয়ানদের উপর বড়়োসড়ো হামলা করার জন্য টেকলগুড়েম ক্যাম্পে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। প্রায় ২০০ জন মাওবাদীর উপস্থিতির কথা জানা গিয়েছে।

প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকে, নিরাপত্তা বাহিনী এই জেলায় দু’টি পুলিশ ক্যাম্প স্থাপন করেছিল। জঙ্গলের গভীরে এই এলাকাকে একটি মাওবাদী উপদ্রুত এলাকা বলে চিহ্নিত করা হয়। চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে, সুকমা-বিজাপুর এলাকায় এই প্রথম বার ভারতীয় তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল বলে জানা যায়।

আরও পড়ুন: ‘পলাতক’ হেমন্ত সোরেন! ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আনলেন বিজেপি সাংসদ

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

দীর্ঘ ২৫ দিনের শ্বাসযন্ত্রের সংক্রমণের লড়াই শেষে দিল্লির AIIMS হাসপাতালে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?