জম্মু: সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১ জন মেজর-সহ ৪ সেনা জওয়ান নিহত হয়েছেন। অফিসারদের উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থা পিটিআই এই খবর দিয়েছে।
আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের উপস্থিতি নিয়ে সুনির্দিষ্ট খবর পাওয়ার পর জম্মুর ডোডা জেলার দেসা বনাঞ্চলের ধারি গোট উরারবাগি এলাকাকে পুরো ঘিরে রাষ্ট্রীয় রাইফেলস (আর আর) এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়।
“রাত ৯টা নাগাদ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। আর তখনই শুরু হয় গোলাগুলির প্রচণ্ড লড়াই। প্রাথমিক খবরে আমাদের নির্ভীক যোদ্ধাদের আহত হওয়ার খবর আসে।” সোমবার রাতে ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে এ কথাই জানায় সেনাবহিনী।
আধিকারিকরা বলেছিলেন, জঙ্গীদের সঙ্গে গোড়ার ২০ মিনিট ধরে সংঘর্ষ চলেছে। অন্তত পাঁচজন সেনা জওয়ান আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে সেখানে জানানো হয়। পরে তাঁরা মারা যান বলে আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে। এঁদের মধ্যে ১০ আর আর-এর মেজর ব্রিজেশ থাপ্পা। তিনি অতি সম্প্রতি মেজর পদে উন্নীত হয়েছিলেন।
সংঘর্ষের স্থলে আরও বাহিনী পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযান চলছে বলে জানা গিয়েছে।
এক সপ্তাহে দ্বিতীয় বড়ো সংঘর্ষ
জম্মু অঞ্চলে গত এক সপ্তাহে দ্বিতীয় বড়ো সংঘর্ষের ঘটনা ঘটল। গত সপ্তাহে কাঠুয়ায় এরকমই এক সংঘর্ষে ৫ জন সেনা জওয়ান নিহত হন। আরও ৫ জন আহত হন। জওয়ানদের নিয়ে যাওয়ার সময়ে দুটি ট্রাকের উপর জঙ্গীরা হামলা চালিয়েছিল।
গত কয়েক বছর ধরে জম্মু-কাশ্মীরের সীমান্তজেলা পুঞ্চ ও রাজৌরিতে জঙ্গি হামলার যে ঘটনা ঘটত, তা এখন জম্মুর অন্যত্র ছড়িয়ে গিয়েছে। গত ৩২ মাসে এ ধরনের ঘটনায় জম্মু অঞ্চলে ৪৮ জন সেনা জওয়ানের প্রাণ গিয়েছে।
আরও পড়ুন
নিজেদের দোষ ঢাকতে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত কেন্দ্রের, মনে করেন বৃন্দা কারাত