Homeখবরদেশঅপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার! মুক্ত আকাশের নীচে দাঁড়াবেন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে...

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার! মুক্ত আকাশের নীচে দাঁড়াবেন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিক

প্রকাশিত

উত্তরকাশী টানেল দুর্ঘটনায় আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারে চলমান অভিযান এখন প্রায় শেষ প্রান্তে। বুধবার রাত বা বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের নিরাপদে বের করে আনা হবে বলে আশা করছে প্রশাসন।

প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা এবং উত্তরাখণ্ড সরকারের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অফিসার ভাস্কর খুলবে মঙ্গলবার জানান, উদ্ধারকাজে বড় অগ্রগতি ঘটেছে। আমেরিকা থেকে যে ড্রিল মেশিন আনা হয়েছে, তা দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে এদিন আরও ৬ মিটার গভীরে প্রবেশ করানো গিয়েছে ইভাকুয়েশন পাইপটিকে। এইভাবে ড্রিলিংয়ের মাধ্যমে মোট ৪৫ মিটার খনন সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আগামী কয়েকঘণ্টা আরও গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্যায়ে খনন কাজ শুরু হয়েছে। ভাস্কর ছাড়াও এ সময় এনএইচআইডিসিএল-এর এমডি মাহমুদ আহমেদ, জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা, পুলিশ সুপার অর্পণ যদুবংশী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ধসে পড়া সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার অভিযানের আজ একাদশ দিন। টানেলের ভেতরে মেশিনের মাধ্যমে ড্রিলিং ও পাইপ বসানোর কাজ অব্যাহত। যে ৯০০ মিমি পাইপগুলি প্রাথমিক ভাবে ২২ মিটার পর্যন্ত ঢোকানো হয়েছিল, এখন টেলিস্কোপিক পদ্ধতি ব্যবহার করে ৮০০ মিমি পাইপের মাধ্যমে তা ভিতরে ঢোকানো হচ্ছে।

মেশিনের মাধ্যমে রাতভর ড্রিলিং কাজ চলে। উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত অধিকারিকদের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হতে পারে। সুড়ঙ্গের বাইরে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। ৪০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।

এ দিকে, বুধবার আবারও মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিকে ফোন করে উদ্ধার অভিযান সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১২ নভেম্বর থেকে ওই সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকদের বার করার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। ধ্বংসস্তূপ খুঁড়ে চওড়া পাইপ ঢুকিয়ে তার মাধ্যমে শ্রমিকদের বাইরে আনা হবে বলে পরিকল্পনা ছিল। কিন্তু গত শুক্রবার সেই খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ হয়ে যায়। সুড়ঙ্গের ভিতরে আবার ধস নামে। সোমবার ফের নতুন করে কাজ শুরু হয়।

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য নিরবচ্ছিন্ন ভাবে খাবার ও জল পাঠানো হচ্ছে। ভিতরে একটি ক্যামেরাও পাঠানো হয়েছে যার মাধ্যমে শ্রমিকদের মনিটরিং করা হচ্ছে এবং তাঁদের সঙ্গে ওয়াকি টকির মাধ্যমে কথাও বলা হচ্ছে। ভিতরে থাকা শ্রমিকদের মনোবল যাতে অটুট থাকে সেজন্য তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলানো হচ্ছে।

আরও পড়ুন: গাজায় পণবন্দিদের মুক্তি নিয়ে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি! তা হলে কি শীঘ্রই যুদ্ধ শেষ হবে?

সাম্প্রতিকতম

গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা দেয় কেন্দ্র, জানুন কী এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দন যোজনা

সাধারণ মানুষের জন্য চালু রয়েছে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদার...

তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বের ছুটিতে মানা সংস্থার, অসন্তুষ্ট আদালত পর্যবেক্ষণে যা বলল

বম্বে হাইকোর্টে নয় বছর ধরে মামলাটি চলছিল। ২০১২ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (এএআই) কর্মরত ওই মহিলার প্রথমবারের বিবাহ থেকে এক সন্তান ছিল।

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...

আরও পড়ুন

গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা দেয় কেন্দ্র, জানুন কী এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দন যোজনা

সাধারণ মানুষের জন্য চালু রয়েছে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদার...

তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বের ছুটিতে মানা সংস্থার, অসন্তুষ্ট আদালত পর্যবেক্ষণে যা বলল

বম্বে হাইকোর্টে নয় বছর ধরে মামলাটি চলছিল। ২০১২ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (এএআই) কর্মরত ওই মহিলার প্রথমবারের বিবাহ থেকে এক সন্তান ছিল।

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির...