নয়াদিল্লি: চলতি বছরের শেষ ভাগে এসে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই পাঁচটি রাজ্যের তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা, মিজোরাম এবং ছত্তীসগঢ়। সোমবার সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।
পাঁচ রাজ্যের প্রায় ১৬ কোটি ১০ লক্ষ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। বছর ঘুরলেই লোকসভা ভোট। বিশ্লেষকদের মতে, লোকসভার আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ‘সেমি-ফাইনাল’ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। পাঁচটি রাজ্যেরই ভোটগণনা আগামী ৩ ডিসেম্বর।
মধ্যপ্রদেশ
রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভোটগ্রহণ হবে এক দফায়। মধ্যপ্রদেশে ভোটগ্রহণ ১৭ নভেম্বর। ২৩০ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল যথাক্রমে ১০৯ এবং ১১৪টি আসন। দু’দলই ৪১ শতাংশ করে ভোট পেয়েছিল। কংগ্রেস কমল নাথের নেতৃত্বে সরকার গঠন করলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানে সেই সরকারের পতন হয়। এ বারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত।
রাজস্থান
রাজস্থানে ভোটগ্রহণ ২৩ নভেম্বর। এক দফাতেই ভোটগ্রহণ সারতে চলেছে কমিশন। রাজস্থানে বিধানসভার আসন সংখ্যা ২০০টি। আগের বার কংগ্রেস এবং বিজেপির ঝুলিতে গিয়েছিল যথাক্রমে ১০০ এবং ৭৩টি করে আসন। গত বার বহুজন সমাজ পার্টির সমর্থনে সরকার গড়েছিল কংগ্রেস।
তেলঙ্গনা
আগামী ৩০ নভেম্বর ভোটগ্রহণ তেলঙ্গনায়। ১১৯টি আসন রয়েছে তেলঙ্গনা বিধানসভায়। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর ভারত রাষ্ট্র সমিতি ২০১৮ সালের ভোটে পেয়েছিল ৮৮টি আসন। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছিল ১৮টি।
মিজোরাম
৭ নভেম্বর ভোট হবে তেলঙ্গনায়। আগের বার, ৪০টি আসনের মধ্যে মিজো ন্যাশনাল ফ্রন্ট জিতেছিল ২৭টি। কংগ্রেস চারটি এবং বিজেপি পেয়েছিল মাত্র একটি আসন।
ছত্তীসগঢ়
আসন্ন পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে একমাত্র ছত্তীসগঢ়েই ভোট হবে দু’দফায়। প্রথমটি ৭ নভেম্বর মিজোরামের সঙ্গে, দ্বিতীয়টি ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের সঙ্গে। ৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভায় আগের কংগ্রেস পেয়েছিল ৬৮ এবং বিজেপি পেয়েছিল ১৫টি আসন।
আরও পড়ুন: আশ্বাস রাজ্যপালের, আপাতত ধর্নায় ইতি টানলেন অভিষেক