Homeখবরদেশতিব্বতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু অন্তত ১২৬ জনের, কম্পন অনুভূত ভারত-সহ একাধিক দেশে

তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু অন্তত ১২৬ জনের, কম্পন অনুভূত ভারত-সহ একাধিক দেশে

প্রকাশিত

মঙ্গলবার সকালে তিব্বতের বিস্তীর্ণ অঞ্চল পরপর ছ’টি ভূমিকম্পে কেঁপে ওঠে। এর মধ্যে একটি ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১, যা সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ১২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন ৩৮ জন।

ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বতের শিজাং প্রদেশে, যা নেপাল-তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। চিনের সরকারি সংবাদ সংস্থা শিংহুয়া জানিয়েছে, ভূমিকম্পটি মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষক সংস্থা (USGS) জানিয়েছে, এটি ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষস্থলে ঘটে, যা হিমালয়ের উচ্চতা পরিবর্তনে প্রভাব ফেলতে পারে।

প্রথম ভূমিকম্পটি সকাল ৬টা ৩৫ মিনিটে ঘটে, যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ০২ মিনিটে ৪.৭ মাত্রার এবং সকাল ৭টা ০৭ মিনিটে ৪.৯ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র শিজাং প্রদেশের এপিসেন্টারটি তিব্বতের রাজধানী লাসা থেকে ৩৮০ কিলোমিটার দূরে এবং শিগাতসে শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত।

এই শক্তিশালী ভূমিকম্পের কম্পন নেপাল, ভুটান এবং ভারতের একাধিক অঞ্চলে অনুভূত হয়। বিহারের রাজধানী পটনা ছাড়াও মুজফফরপুর, সমস্তিপুর, পুর্নিয়া, ভাগলপুর ও মুঙ্গেরে কম্পন টের পাওয়া যায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও কম্পন অনুভূত হয়।

নেপালের রাজধানী কাঠমান্ডুতেও এই ভূমিকম্পের প্রভাব পড়ে। আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। চিনের শিগাতসে শহর ও আশেপাশের অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চিনের প্রশাসন এবং উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এই ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...