Homeখবরদেশউত্তরকাশীর টানেলে এখনও আটকে ৪০ শ্রমিক, উদ্ধার করতে ৩ ফুট ব্যাসের পাইপ...

উত্তরকাশীর টানেলে এখনও আটকে ৪০ শ্রমিক, উদ্ধার করতে ৩ ফুট ব্যাসের পাইপ এসে পৌঁছোল  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আজ মঙ্গলবার, তৃতীয় দিন। উত্তরকাশীর টানেলে এখনও আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করার জন্য বিভিন্ন বাহিনীর ১৫০ জন কর্মী কার্যত দিবারাত্র কাজ করে চলেছেন। আটকে থাকা শ্রমিকরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। টানেল দুর্ঘটনা নিয়ে তদন্ত করার জন্য উত্তরাখণ্ড সরকার ছয় সদস্যের কমিটি গঠন করেছে।   

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক শ্রমিকদের উদ্ধার করতে আরও দিনদুয়েক সময় লাগতে পারে। তবে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রনজিৎ সিনহা জানিয়েছেন, মঙ্গলবার রাত বা বুধবার সকাল নাগাদ আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে।        

রবিবার দীপাবলির দিন উত্তরকাশীতে ঘটে এই ভয়ানক বিপর্যয়। কেন্দ্রের ‘চার ধাম অল ওয়েদার হাইওয়ে’ প্রকল্পের অঙ্গ হিসাবে সিলাকায়ারা থেকে পোলগাঁও পর্যন্ত যে সাড়ে ৪ কিমি দীর্ঘ টানেল তৈরি হচ্ছে তারই একটি অংশ রবিবার ধসে পড়ে। ফলে  আটকে পড়েন ওই সুড়ঙ্গে কর্মরত ৪০ জন শ্রমিক। ওই টানেল তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রীর দূরত্ব ২৬ কিমি কমে যাবে।

শ্রমিকদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে কথা বলে জানা গিয়েছে, তাঁরা সবাই নিরাপদে রয়েছেন। পাইপ দিয়ে তাঁদের কাছে খাবার, পানীয় জল এবং অক্সিজেন পাঠানো হচ্ছে। ওই সুড়ঙ্গে প্রায় ৬০ মিটার দূরত্বে আটকে রয়েছেন তাঁরা।

উদ্ধার অভিযান চালাচ্ছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ইন্দো–টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) দেড়শোরও বেশি কর্মী। এসডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের একটি অংশ সম্পূর্ণ আটকে রয়েছে ভেঙে পড়া পাথর, সিমেন্টের চাঁইয়ে। ওই অংশেই শ্রমিকেরা আটকে রয়েছেন বলে আশঙ্কা।

৯০০ মিমি ব্যাসের ধাতব পাইপ সোমবার রাতে সিলাকায়ারায় পৌঁছেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে ড্রিল করে ওই পাইপ বসানোর কাজ করছেন। ওই পাইপের মধ্য দিয়েই আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসা হবে।

এর আগে এনএইচআইডিসিএল-এর ডিরেক্টর (টেকনিক্যাল) অতুল কুমার সোমবার বলেন, আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করার দুটি উপায় আছে। এক, ধ্বংসস্তূপ পরিষ্কার করে তাঁদের বের করে আনা। আর দুই, হাইড্রোলিক জ্যাকের সঙ্গে ৯০০ মিমি তথা ৩ ফুট ব্যাসবিশিষ্ট স্টিল পাইপ বসিয়ে সেই পাইপের মধ্য দিয়ে শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসা। হরিদ্বার আর দেহরাদুন থেকে ওই পাইপ আসবে। ওই পাইপ রাতে এসে পৌঁছোবে বলে আশা করা যায়। শেষ পর্যন্ত ওই পাইপ রাতেই এসে পৌঁছোয়।

আরও পড়ুন

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক, পাইপ দিয়ে পাঠানো হচ্ছে খাবার এবং অক্সিজেন

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে সলমনদের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর  

কলকাতা: পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হতে সলমন খান, অনিল কাপুরের কাছে আবেদন জানালেন...

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

আরও পড়ুন

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...