Homeখবরদেশউত্তরকাশীর টানেলে এখনও আটকে ৪০ শ্রমিক, উদ্ধার করতে ৩ ফুট ব্যাসের পাইপ...

উত্তরকাশীর টানেলে এখনও আটকে ৪০ শ্রমিক, উদ্ধার করতে ৩ ফুট ব্যাসের পাইপ এসে পৌঁছোল  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আজ মঙ্গলবার, তৃতীয় দিন। উত্তরকাশীর টানেলে এখনও আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করার জন্য বিভিন্ন বাহিনীর ১৫০ জন কর্মী কার্যত দিবারাত্র কাজ করে চলেছেন। আটকে থাকা শ্রমিকরা নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। টানেল দুর্ঘটনা নিয়ে তদন্ত করার জন্য উত্তরাখণ্ড সরকার ছয় সদস্যের কমিটি গঠন করেছে।   

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক শ্রমিকদের উদ্ধার করতে আরও দিনদুয়েক সময় লাগতে পারে। তবে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রনজিৎ সিনহা জানিয়েছেন, মঙ্গলবার রাত বা বুধবার সকাল নাগাদ আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে।        

রবিবার দীপাবলির দিন উত্তরকাশীতে ঘটে এই ভয়ানক বিপর্যয়। কেন্দ্রের ‘চার ধাম অল ওয়েদার হাইওয়ে’ প্রকল্পের অঙ্গ হিসাবে সিলাকায়ারা থেকে পোলগাঁও পর্যন্ত যে সাড়ে ৪ কিমি দীর্ঘ টানেল তৈরি হচ্ছে তারই একটি অংশ রবিবার ধসে পড়ে। ফলে  আটকে পড়েন ওই সুড়ঙ্গে কর্মরত ৪০ জন শ্রমিক। ওই টানেল তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রীর দূরত্ব ২৬ কিমি কমে যাবে।

শ্রমিকদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে কথা বলে জানা গিয়েছে, তাঁরা সবাই নিরাপদে রয়েছেন। পাইপ দিয়ে তাঁদের কাছে খাবার, পানীয় জল এবং অক্সিজেন পাঠানো হচ্ছে। ওই সুড়ঙ্গে প্রায় ৬০ মিটার দূরত্বে আটকে রয়েছেন তাঁরা।

উদ্ধার অভিযান চালাচ্ছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ইন্দো–টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) দেড়শোরও বেশি কর্মী। এসডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের একটি অংশ সম্পূর্ণ আটকে রয়েছে ভেঙে পড়া পাথর, সিমেন্টের চাঁইয়ে। ওই অংশেই শ্রমিকেরা আটকে রয়েছেন বলে আশঙ্কা।

৯০০ মিমি ব্যাসের ধাতব পাইপ সোমবার রাতে সিলাকায়ারায় পৌঁছেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে ড্রিল করে ওই পাইপ বসানোর কাজ করছেন। ওই পাইপের মধ্য দিয়েই আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসা হবে।

এর আগে এনএইচআইডিসিএল-এর ডিরেক্টর (টেকনিক্যাল) অতুল কুমার সোমবার বলেন, আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করার দুটি উপায় আছে। এক, ধ্বংসস্তূপ পরিষ্কার করে তাঁদের বের করে আনা। আর দুই, হাইড্রোলিক জ্যাকের সঙ্গে ৯০০ মিমি তথা ৩ ফুট ব্যাসবিশিষ্ট স্টিল পাইপ বসিয়ে সেই পাইপের মধ্য দিয়ে শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসা। হরিদ্বার আর দেহরাদুন থেকে ওই পাইপ আসবে। ওই পাইপ রাতে এসে পৌঁছোবে বলে আশা করা যায়। শেষ পর্যন্ত ওই পাইপ রাতেই এসে পৌঁছোয়।

আরও পড়ুন

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক, পাইপ দিয়ে পাঠানো হচ্ছে খাবার এবং অক্সিজেন

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?