দীপাবলির দিন উত্তরকাশীতে ঘটে গিয়েছে একটি বড়োসড়ো দুর্ঘটনা। সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ায় আটকে রয়েছেন ওই সুড়ঙ্গে কাজ করা ৪০ জন শ্রমিক। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও শ্রমিকদের বের করা যায়নি। জরুরিকালীন ভিত্তিতে উদ্ধারকাজ চলছে।
সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের বের করতে রাতভর উদ্ধার অভিযান চলে। শ্রমিকদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে কথা বলে জানা গিয়েছে, তাঁরা সবাই নিরাপদ। শ্রমিকরা খাবার চাইছিলেন। তাঁদের পাইপ দিয়ে খাবার, পানীয় জল এবং অক্সিজেন পাঠানো হচ্ছে। ওই সুড়ঙ্গে প্রায় ৬০ মিটার দূরত্বে আটকে রয়েছেন তাঁরা।
উত্তরকাশী টানেল দুর্ঘটনার বিষয়ে, এনডিআরএফ সহকারী কমান্ড্যান্ট করমবীর সিং ভান্ডারি বলেছেন, “সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিকের সবাই নিরাপদে রয়েছেন। আমরা তাঁদের জন্য জল ও খাবার পাঠিয়েছি এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধসের কারণে আমরা উদ্ধারে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি কিন্তু আমাদের দল কোনো খামতি রাখছে না”।
উত্তরকাশী জেলার ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে গতকাল সকাল ৫টা নাগাদ আংশিক ভাবে ভেঙে পড়ে, যার ফলে ৪০ জন শ্রমিক ভিতরে আটকা পড়েন।
উদ্ধার অভিযান পরিচালনা করছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স (এসডিআরএফ) এবং পুলিশ। এসডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের একটি অংশ সম্পূর্ণ আটকে রয়েছে ভেঙে পড়া পাথর, সিমেন্টের চাঁইয়ে। ওই অংশেই শ্রমিকেরা আটকে রয়েছেন বলে আশঙ্কা।
আরও পড়ুন: জয়নগরে শুটআউট, নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের