Homeখবরদেশকোটায় আত্মঘাতী পশ্চিমবঙ্গের ছাত্র, এ বছরে এই শহরে ২৮তম ছাত্র-আত্মহত্যা    

কোটায় আত্মঘাতী পশ্চিমবঙ্গের ছাত্র, এ বছরে এই শহরে ২৮তম ছাত্র-আত্মহত্যা    

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ভারতের বিখ্যাত ‘কোচিং হাব’ কোটায় ফের আত্মহত্যার ঘটনা ঘটল। এ বার আত্মঘাতী পশ্চিমবঙ্গের একটি ছাত্র। এই নিয়ে এই বছরে রাজস্থানের কোটা শহরে ২৮টি আত্মহত্যার ঘটনা ঘটল।

আত্মঘাতী ছাত্রের নাম ফরিদ। সে কোটা শহরের ওয়াকফ নগর এলাকায় থাকত। এবং নেফট্‌ (NEFT) পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল। নেফট্‌ হল চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। উল্লেখ্য, বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রদের প্রস্তুত করতে কোটায় চলছে বহু নামকরা কোচিং প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এই সব কোচিং সেন্টারে এসে ভরতি হয়।

পুলিশ জানিয়েছে, ফরিদকে গত সন্ধ্যায় তার ঘরে সিলিং থেকে ঝুলতে দেখা যায়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

ফরিদ যে বাড়িতে ভাড়া থাকত, সেখানে আরও কিছু ছাত্র ঘর ভাড়া নিয়ে থাকে। তারা জানায়, ফরিদকে তারা বিকেল ৪টের সময় ঘরে শেষ দেখে। সন্ধে ৭টা পর্যন্ত তাকে ঘর থেকে বেরোতে না দেখে তারা ডাকাডাকি শুরু করে। ফরিদের কাছ থেকে কোনো রকম সাড়া না পেয়ে তারা চিৎকার জুড়ে দেয়। তাদের চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালা পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, ফরিদ এক বছর কোটায় রয়েছে। সে কোনো সুইসাইড নোট রেখে যায়নি। ফরিদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলে পুলিশ জানায়।

‘কোচিং হাব’ কোটায় একের পর এক ছাত্র-আত্মহত্যার ঘটনায় ছাত্রদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, বহু ছাত্রই প্রতিযোগিতার চাপ নিতে পারছে না। ছাত্ররা যাতে চাপ-মুক্ত থাকে তার জন্য রাজ্য সরকার গত বছরের কোচিং সেন্টারগুলির জন্য গাইডলাইন প্রকাশ করেছিল। কিন্তু কোচিং সেন্টারগুলি আদৌ কি সেই গাইডলাইন মেনে চলছে, প্রশ্ন সেটাই।

আরও পড়ুন

ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যু, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল মা ও দুই শাবকের

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করল কেন্দ্র

কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৪৮টি পর্যটন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে