Homeখবরদেশসময়ের আগেই বিপুল অঙ্কের ঋণ মেটাল আদানি গোষ্ঠী

সময়ের আগেই বিপুল অঙ্কের ঋণ মেটাল আদানি গোষ্ঠী

প্রকাশিত

সময়ের আগেই ২৬৫ কোটি ডলারের ঋণ মিটিয়ে দিল আদানি গোষ্ঠী। রবিবার গোষ্ঠীর তরফ থেকে জানানো হয়েছে, শেয়ার বন্ধক রেখে নেওয়া এই বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করা হয়েছে। এই ঋণ মেটানোর জন্য ৩১ মার্চের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

মার্কিন আর্থিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছে আদানি গোষ্ঠী। আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতি এবং শেয়ারে কারচুপির অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ। তার পরে আদানি গ্রুপের সমস্ত কোম্পানির বাজার মূলধনে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয় বন্ড। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বিষয়টি খতিয়ে দেখতে ছয় সদস্যদের কমিটি গঠন করেছে সর্বোচ্চ আদালত।

ও দিকে, বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাওয়ার জন্য মোট ঋণ কমাতে উদ্যোগী আদানি গোষ্ঠী। আদানি জানিয়েছে, শেয়ারের বিপরীতে নেওয়া ২১০ কো‌টি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে। এর সঙ্গে অম্বুজা সিমেন্ট অধিগ্রহণের জন্য ৫০ কোটি ডলারের ঋণও পরিশোধ করা হয়েছে। এর আগে, চারটি গ্রুপ কোম্পানির শেয়ারের প্রতিশ্রুতির বিরুদ্ধে নেওয়া ঋণের বিপরীতে ৭,৩৭৪ কোটি টাকার পরিশোধ করা হয়েছিল। আদানি গ্রুপ সম্প্রতি নিজের তালিকাভুক্ত কোম্পানির কিছু অংশীদারিত্ব মার্কিন-ভিত্তিক জিকিউজি অংশীদারদের কাছে ১৫,৪৪৬ কোটি টাকায় বিক্রি করেছে।

সাম্প্রতিক অতীতে, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির আরও বেশি শেয়ার কোম্পানির প্রধান সংস্থার নেওয়া ঋণের জন্য সুরক্ষা হিসাবে বন্ধক রাখা হয়েছিল। এসবিআই ক্যাপ ট্রাস্টি শেয়ার বাজারকে জানিয়েছিল যে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ০.৯৯ শতাংশ শেয়ার আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের ঋণদাতাদের সুবিধার জন্য বন্ধক রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি প্রকাশিত রিপোর্টে আদানির সংস্থার বিরুদ্ধে শেয়ার ‘স্টক ম্যানিপুলেশন’ এবং ‘অ্যাকাউন্টিং জালিয়াতির’ অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। তারা জানিয়েছিল, বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে আদানি গোষ্ঠীর ঘাড়ে। তাছাড়া তাদের শেয়ারের ভ্যালুয়েশনও মাত্রাতিরিক্ত। ফলে যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে তাসের ঘর। মার্কিন সংস্থার ভয়ানক রিপোর্টের পরেই টলে গিয়েছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার।

সাম্প্রতিকতম

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

প্রতি দিন এক গ্লাস দুধ খেলে কী হয়? কী তথ্য উঠে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

প্রতি বছর অসংখ্য মানুষ কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন। অত্যন্ত দ্রুত এই ক্যানসার ছড়িয়ে পড়ে...

আরও পড়ুন

দুধের দামে কাটছাঁট, জানুন কোন আমুল দুধের দাম কত হল

নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল।...

মহারাষ্ট্রের ভান্ডারার অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮

মহারাষ্ট্রের ভান্ডারার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৮ জনের মৃত্যু এবং ৭ জন...

জলগাঁও দুর্ঘটনা: ট্রেনে আগুনের গুজব ছড়ানোর নেপথ্যে চা বিক্রেতা ও দুই যাত্রী

মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু। একটি গুজব থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। চা বিক্রেতা ও দুই যাত্রীর ভূমিকা উঠে এলো।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে