Homeখবরদেশস্থলভাগে আঘাত হানার অপেক্ষায় ঘূর্ণিঝড় 'বিপর্যয়', এই রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা

স্থলভাগে আঘাত হানার অপেক্ষায় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, এই রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত

নয়াদিল্লি: আগামী ১৬ জুন ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আবহাওয়াবিদদের মতে, ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় বইতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে দেশের বেশ কিছু রাজ্যে বৃষ্টি হতে পারে আগামী চার দিনের মধ্যে।

স্কাইমেট নামে আবহাওয়ার পূর্বাভাস সংস্থা এনডিটিভি-কে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর জেরে আগামী চার দিনের মধ্যে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, নয়াদিল্লি এবং উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ স্থলভাগে আছড়ে পড়ার পর, তার তীব্রতা হারাবে এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার আগে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপর একটি নিম্নচাপ হিসেবে এগিয়ে যাবে।

স্কাইমেটের ভাইস প্রেসিডেন্ট মহেশ পালাওয়াত জানিয়েছেন, “১৮-১৯ জুনের মধ্যে, নিম্নচাপটি দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের কাছাকাছি পৌঁছাবে। এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি হবে বলে আশা করা হচ্ছে।”

কারণ হিসেবে তিনি জানান, “যখনই বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, তখন সেটার উত্তর-পশ্চিম দিকে যাওয়ার প্রবণতা থাকে, যার ফলে পূর্ব উপকূলে ভারতের মূল ভূখণ্ডে বৃষ্টিপাত বৃদ্ধি পায়। তবে, আরব সাগরের ক্ষেত্রে তা সাধারণত ইয়েমেন এবং ওমানের দিকে চলে যায়।”

ইতিমধ্যে আবহাওয়া বিভাগ জানিয়েছে, বিপর্যয় ১৫ জুন সৌরাষ্ট্র ও কচ্ছের উপর দিয়ে যাবে। গুজরাতের জাখাউ বন্দরের উপর দিয়ে আছড়ে পড়তে পারে। ১৬ জুন দক্ষিণ রাজস্থানে প্রবেশ করবে বিপর্যয়।

আরও পড়ুন: খোলা হয়েছে কন্ট্রোল রুম, চলছে সমুদ্রে টহল, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় জোরদার প্রস্তুতি

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...