Homeখবরদেশএবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

এবার জয়পুরের স্কুলে মেল, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

প্রকাশিত

জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ।

জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং মানক চক স্কুল। খবর পেয়ে জয়পুরের পুলিশবাহিনী সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে স্কুল খালি করে দিয়েছে। ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

বম্ব ডিসপোজাল স্কোয়াড আর স্নিফার ডগ স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে। সেখানে বোমা সন্ধানের কাজ চলছে। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে রয়েছেন। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ জানান, “চার-পাঁচটি স্কুল হুমকি মেল পেয়েছে। পুলিশ স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে।”

যে এই হুমকি-মেল পাঠিয়েছে তার ইমেল আইডি খুঁজে বার করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত ১ মে দিল্লির শতখানেক স্কুল এ ধরনের হুমকি-মেল পায়। স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-কর্মীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। পরে জানা যায়, এই হুমকি একেবারেই ভুয়ো।

আবার এই ঘটনা ঘটে ৬ মে। এবার আমদাবাদ। এখানকার ৭টি স্কুল ইমেল মারফত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পায়। সূত্র মারফত জানা গিয়েছে, যে সব সার্ভার থেকে এই মেল আসছে তার আইপি অ্যাড্রেস রাশিয়ার। তবে ব্যাপক অনুসন্ধানের পরও দিল্লি ও আমদাবাদের স্কুলগুলিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

গতকাল অর্থাৎ রবিবার দিল্লি বিমানবন্দর এবং দিল্লির বেশ কিছু হাসপাতালে এই হুমকি-মেল গিয়েছিল। কিন্তু যথারীতি দেখা যায় এই হুমকি ভুয়ো।   

আরও পড়ুন 

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?