জয়পুর: দিল্লি, আমদাবাদের পর এবার রাজস্থানের জয়পুর। জয়পুরের অত্যন্ত চারটে স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেল মারফত এই হুমকি পাঠানো হয়েছে। এই খবর দিয়েছে জয়পুর পুলিশ।
জয়পুরের যে চারটি স্কুলে এই হুমকি-মেল পাঠানো হয়েছে সেগুলি হল সেন্ট টেরেসা’স স্কুল, এমপিএস স্কুল, বিদ্যাশ্রম স্কুল এবং মানক চক স্কুল। খবর পেয়ে জয়পুরের পুলিশবাহিনী সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে স্কুল খালি করে দিয়েছে। ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
বম্ব ডিসপোজাল স্কোয়াড আর স্নিফার ডগ স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে। সেখানে বোমা সন্ধানের কাজ চলছে। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে রয়েছেন। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ জানান, “চার-পাঁচটি স্কুল হুমকি মেল পেয়েছে। পুলিশ স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে।”
যে এই হুমকি-মেল পাঠিয়েছে তার ইমেল আইডি খুঁজে বার করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গত ১ মে দিল্লির শতখানেক স্কুল এ ধরনের হুমকি-মেল পায়। স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-কর্মীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। পরে জানা যায়, এই হুমকি একেবারেই ভুয়ো।
আবার এই ঘটনা ঘটে ৬ মে। এবার আমদাবাদ। এখানকার ৭টি স্কুল ইমেল মারফত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পায়। সূত্র মারফত জানা গিয়েছে, যে সব সার্ভার থেকে এই মেল আসছে তার আইপি অ্যাড্রেস রাশিয়ার। তবে ব্যাপক অনুসন্ধানের পরও দিল্লি ও আমদাবাদের স্কুলগুলিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
গতকাল অর্থাৎ রবিবার দিল্লি বিমানবন্দর এবং দিল্লির বেশ কিছু হাসপাতালে এই হুমকি-মেল গিয়েছিল। কিন্তু যথারীতি দেখা যায় এই হুমকি ভুয়ো।
আরও পড়ুন
আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন