চেন্নাই: ১.৭ কেজি ২৪ ক্যারেট সোনা চোরাচালান করার অভিযোগে চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মী। কর্তৃপক্ষ জানান, ওই কেবিন ক্রু সদস্য ও এক যাত্রীকে রবিবার চেন্নাই বিমানবন্দরে আটক করা হয়। সেসময় তাঁরা দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চেন্নাই পৌঁছান।
ধৃত যাত্রী স্বীকার করেছেন যে, তিনি বিমানে ওঠার পর কেবিন ক্রু সদস্যর সঙ্গে ওই সোনা হাতবদল করেছিলেন। কাস্টমস বিভাগের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
অনুসন্ধান চালানোর পর কেবিন ক্রুর অন্তর্বাসে অবিকৃত আকারে সোনার বার উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে, এয়ার ইন্ডিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
অন্য এক ঘটনায়, চেন্নাই বিমানবন্দরে এক কেনিয়ান মহিলাকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। তিনি ৭ ডিসেম্বর এথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে আদ্দিস আবাবা থেকে চেন্নাই পৌঁছেছিলেন। ৯০টি কোকেন ক্যাপসুল গিলে ১৪.২ কোটি টাকার কোকেন নিয়ে আসছিলেন তিনি।
কাস্টমস বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, “বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ৭ ডিসেম্বর আদ্দিস আবাবা থেকে চেন্নাই আসা এক কেনিয়ান মহিলা যাত্রীকে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট আটক করে। তাঁর শরীরের তল্লাশি চালিয়ে ৯০টি সিলিন্ড্রিক্যাল হাইপারডেন্স অবজেক্ট বের করা হয়। এর পর চিকিৎসকদের সাহায্যে সেগুলি বের করা হয়।”
বিবৃতিতে বলা হয়েছে, “এই অবজেক্টগুলো কোকেন পরীক্ষা-নিরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়, যা ১৯৮৫ সালের এনডিপিএস আইনের অধীনে একটি সাইকোট্রপিক পদার্থ”। মোট ১.৪ কেজি কোকেন উদ্ধারের পর ধৃত মহিলাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চোরাচালান নিয়ে উদ্বেগ, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রা বন্ধ করবে আরবিআই?