Homeখবরদেশমৃত্যুকুম্ভ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন যোগী আদিত্যনাথ

মৃত্যুকুম্ভ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন যোগী আদিত্যনাথ

প্রকাশিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার মহাকুম্ভকে “মৃত্যু কুম্ভ” বলে অভিহিত করেছিলেন মমতা। বুধবার সেই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান আদিত্যনাথ। প্রয়াগরাজে ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যুর ঘটনায় সব মৃত্যুকে কুম্ভের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে নস্যাৎ করে তিনি বিরোধীদের সনাতন ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেন।

উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তৃতা করার সময় আদিত্যনাথ বলেন, “সব মৃত্যুই মহাকুম্ভের জন্য হয়েছে, এমন বলা ঠিক নয়। আগের কুম্ভগুলোতে ৮০০ জন ভক্তের মৃত্যু হয়েছিল। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে সরকার রয়েছে এবং আমরা যথাসম্ভব সাহায্য করব।”

তিনি আরও বলেন, “ মহাকুম্ভ কোনও রাজনৈতিক ইস্যু নয়। এই অনুষ্ঠান কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, এটি সমাজের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক উৎসব। সরকার শুধুমাত্র এর আয়োজনের দায়িত্ব পালন করছে”।

একই সঙ্গে তিনি দাবি করেন, কুম্ভমেলায় এখনও পর্যন্ত ৫৬ কোটি ২৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী স্নান করেছেন। কোনও ধরনের ভিত্তিহীন অভিযোগ করার অর্থ ওই ৫৬ কোটি মানুষের বিশ্বাসকে নিয়ে খেলা করা। যোগী বুধবার উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট তুলে ধরেন। তাঁর দাবি, বুধবার ত্রিবেণি সঙ্গমের কাছে গঙ্গায় বিওডির মাত্রা লিটারপিছু তিন মিলিগ্রামের কম ছিল। ডিজ়লভ্‌ড অক্সিজেন (ডিও)-র মাত্রা লিটারপিছু ৮-৯ মিলিগ্রামের মধ্যে ছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “এর মানে সঙ্গমের জল শুধু স্নানযোগ্যই নয়, ‘আচমন’ (পবিত্র জল পানের রেওয়াজ)-এরও যোগ্য।”

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য বিধানসভায় মমতা বলেন, “এটি ‘মৃত্যু কুম্ভ’। আমি মহাকুম্ভকে সম্মান করি, গঙ্গা মাকেও সম্মান করি। কিন্তু এখানে কোনও পরিকল্পনা নেই… কতজন মানুষকে উদ্ধার করা হয়েছে? ধনী ও ভিআইপিদের জন্য এক লাখ টাকা পর্যন্ত খরচ করে তাঁবু নেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু গরিবদের জন্য কোনও ব্যবস্থা নেই। মেলাতে পদপিষ্ট হওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবে প্রশাসনের উচিত সঠিক পরিকল্পনা করা। আপনাদের পরিকল্পনা কী?”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।