Homeখবরদেশনতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাক বিরোধীদের, আমন্ত্রণ গ্রহণ ২ দলের

নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাক বিরোধীদের, আমন্ত্রণ গ্রহণ ২ দলের

প্রকাশিত

নয়াদিল্লি: কংগ্রেস-সহ প্রায় সমস্ত বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে জোটবদ্ধ। বেশ কয়েকটি রাজনৈতিক দল যৌথ ভাবে ওই অনুষ্ঠানবয়কট করেছে। প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন ভবনের উদ্বোধন করানোর সিদ্ধান্তে বিরোধীদের দাবি, এটা রাষ্ট্রপতির প্রতি অসম্মানজনক। তবে চলমান বিতর্কের মধ্যেই বুধবার বিজু জনতা দল এবং ওয়াইএসআরসিপি উভয়েই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

রবিবার সংসদের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান। তার আগে অনুষ্ঠান বয়কটের কথা জানিয়ে একসঙ্গে বিবৃতি দিয়েছে তৃণমূল-সহ ১৯ টি বিরোধী দল। তালিকায় রয়েছে, কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, সিপিএম, সিপিআই, আরএসপি, শিবসেনা, সমাজবাদী পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এনসিপি, ন্য়াশনাল কনফারেন্সের মতো দল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে নতুন সংসদ ভবন উদ্বোধনের দাবিতে কংগ্রেস-সহ অনেক বিরোধী দল অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে। একই সঙ্গে উদ্বোধনের তারিখ নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের মতে, এই দিনটি সাভারকরের জন্মদিন।

১৯টি বিরোধী দলের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতিকে ছাড়া সংসদ চলতে পারে না। তবে তাঁকে ছাড়াই নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এই অমর্যাদাকর কাজ রাষ্ট্রপতির পদের অবমাননা এবং সংবিধান লঙ্ঘনের সামিল। যেখানে দেশ প্রথম একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে সম্মান জানিয়েছে, সেখানে এ ধরনের কাজ চেতনায় আঘাত হানে।

প্রসঙ্গত, রবিবার (২৮ মে) নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সরকারের আমলে সংসদ থেকে গণতন্ত্রের চেতনাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতিকে অনুষ্ঠান থেকে দূরে রাখা একটি ‘অশালীন কাজ’ এবং গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ বলে দাবি করে বিরোধী দলগুলি সম্মিলিতভাবে অনুষ্ঠান বর্জন করেছে।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কলকাতায়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।