কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে তেজ বেড়েছে রোদের। তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।
শেষ কয়েক দিন ঝড়বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা। তবে বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম।
এ দিন কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে কিছুটা কমই হবে। এ দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছ, আগামী শনিবার পর্যন্ত দুই বঙ্গেই চলবে বৃষ্টিপাত।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি জেলাগুলিতে। এ দিনের মতোই শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। মালদহ এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: লখনউকে হারিয়ে আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই