Homeখবরদেশভোটপ্রচারে সরগরম ত্রিপুরা! মমতার সফরের মধ্যেই অমিত শাহের সভা

ভোটপ্রচারে সরগরম ত্রিপুরা! মমতার সফরের মধ্যেই অমিত শাহের সভা

প্রকাশিত

আগরতলা: ভোটপ্রচারে সরগরম ত্রিপুরা। বিধানসভা ভোটের প্রচারে এ সপ্তাহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতৃত্ব। উল্লেখযোগ্য ভাবে, সোমবার মমতার ত্রিপুরা সফরের মধ্যেই সভা করার কথা অমিত শাহের!

এ বারের বিধানসভা ভোটে ত্রিপুরা একটি বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাবে। ক্ষমতাসীন বিজেপি নিজের পুরনো শরিক ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) সঙ্গে ফের জোট বেঁধেছে। ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে ২৫ বছর ধরে রাজ্য শাসন করেছিল বামফ্রন্ট, তারা এ বার কংগ্রেসের সঙ্গে জোট গঠন করেছে।

যে দলগুলো একক ভাবে লড়ছে, সেগুলোর মধ্যে অন্যতম পশ্চমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ ছাড়া রয়েছে টিপরা মোথা, এর নেতৃত্বে ছিলেন ত্রিপুরার রাজবংশের সদস্য প্রদ্যোত মাণিক্য দেববর্মা। এই দুই দলই বলছে বিজেপিকে পরাজিত করাই তাদের মূল লক্ষ্য।

ত্রিপুরা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা পীযূষ কান্তি বিশ্বাস, বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিল্পমন্ত্রী শশী পাঁজা, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় রবিবার দলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। শেষ দফার প্রচার সারতে ত্রিপুরায় পা রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারই ত্রিপুরা সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই ত্রিপুরায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি খোয়াই এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে দুটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। সোমবার আগরতলায় রোড শোতেও যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী। আগামী ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় পৌঁছানোর কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও।

বলে রাখা ভালো,ত্রিপুরায় ভোটগ্রহণ ১৬ ফেব্রুয়ারি এবং গণনা হবে ২ মার্চ। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি মোট ৬০টি আসনের মধ্যে জিতেছিল ৩৬টি, সহযোগী আইপিএফটি আটটি আসনে জিতেছিল।

আরও পড়ুন: ভোট প্রচারে মিঠুন, অংশগ্রহণ করলেন রোড শোতে

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

ধর্ষণ আইনে ‘বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: সম্প্রতি সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে 'বৈবাহিক ধর্ষণ'কে ধর্ষণ আইনে অপরাধ হিসেবে...

পরিচয় গোপন করে ভিন ধর্মে বিয়ের অভিযোগ, যুবককে যাবজ্জীবন, অভিযুক্তের বাবাকেও দুই বছরের কারাদণ্ড

উত্তরপ্রদেশের বরেলিতে ২৫ বছর বয়সি এক মুসলিম ব্যক্তিকে পরিচয় গোপন করে আন্তঃধর্মীয় বিয়ে করার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?