পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়ল চিনে তৈরি আরেকটি ড্রোন, গুলি করে নামল বিএসএফ

0

চণ্ডীগড়: রবিবার ভোররাতে পঞ্জাবের অমৃতসরে ঢুকে পড়ে আরেকটি পাকিস্তানি ড্রোন। তৎক্ষণাৎ সেটাকে বাধা দিয়ে গুলি করে নামায় বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। তাৎপর্যপূর্ণ ভাবে, কয়েক সপ্তাহ আগে একই এলাকায় অস্ত্র ও গোলাবারুদ বোঝাই একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা।

টাইমস নাও-এর রিপোর্ট অনুযাযী, রাত ২.১১টা নাগাদ কর্তব্যরত বিএসএফ জওয়ানরা নিজেদের অবস্থানের কাছে একটি আওয়াজ শুনতে পান। এর পর মুহূর্তের মধ্যেই দেখেন একটি ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে সেটাকে গুলি করে নামিয়ে ফেলা হয়।

উল্লেখযোগ্য ভাবে, এই মাসের গোড়ার দিকে, পাকিস্তান থেকে পঞ্জাব যাওয়ার পথে একটি ড্রোনকে গুলি করে গুলি করে নামিয়েছিল বিএসএফ। যাতে মাদকদ্রব্য বোঝাই ছিল। অমৃতসরের কাকার সীমান্তের বেষ্টনী এবং জিরো লাইনের মাঝখান থেকে মাদকের প্যাকেট বোঝাই ড্রোনটি উদ্ধার করা হয়েছিল সে বার।

ওই ঘটনার এক সপ্তাহ আগে, বিএসএফ এবং পঞ্জাব পুলিশ একটি যৌথ অভিযানে আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি ড্রোনকে গুলি করে নামিয়েছিল। জানা যায়, ভারতে হেরোইনের প্যাকেট পরিবহণে সেটা ব্যবহার করা হচ্ছিল। ওই গ্রামে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছিল নিরাপত্তাকর্মীরা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটকও করা হয়েছিল।

অন্য দিকে, গত শনিবার সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব। তিনি বলেন, আরও বেশি পেশাদারিত্বের সঙ্গে সুরক্ষা নিশ্চিত করতে হবে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে নজরদারি জোরদার করার সময় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফের বাতিল একগুচ্ছ দূর পাল্লার ট্রেন, সমস্যায় নিত্যযাত্রীরা

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.