Homeখবরদেশকরেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

প্রকাশিত

ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমান্তের করেগুট্টা পাহাড় এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে চালানো বিশাল যৌথ অভিযান সপ্তম দিনে পৌঁছেছে। একটি সিনিয়র পুলিশ কর্তার তথ্য অনুযায়ী, কিছু মাওবাদী পালিয়ে বেড়াচ্ছে, কেউ কেউ লুকিয়ে আছে আবার কেউ লড়াইয়ের পরিকল্পনাও করছে।

“কিছু নকশাল লুকিয়ে আছে, কিছু ঘুরে বেড়াচ্ছে, কিছু পালাচ্ছে, আর কিছু লড়াইয়ের ছক কষছে। আমাদের বাহিনী অভিযান ছেড়ে ফিরছে না। তাঁরা এলাকা দখল করে রেখেছে এবং অভিযান চলবে,” জানান অভিযানের পর্যবেক্ষণে থাকা এক কর্মকর্তা, পরিচয় গোপন রাখার শর্তে।

অভিযানের সময় নিরাপত্তাকর্মীরা একটি বড় প্রাকৃতিক গুহা আবিষ্কার করেছেন, যা সম্ভবত মাওবাদীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হত। পাশাপাশি, একটি বিশাল গর্তেরও সন্ধান মেলে, যা বাঁশ, প্লাস্টিকের শীট, মাটি ও ঘাস দিয়ে ঢাকা ছিল এবং যার মধ্যে বিপুল পরিমাণ সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল বলে সূত্রের খবর।

“এই সব জায়গা থেকে উদ্ধার হওয়া সামগ্রী নথিভুক্ত করা হচ্ছে ও বাজেয়াপ্ত করা হচ্ছে। পুরো তল্লাশি শেষ হওয়ার পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে,” জানানো হয়েছে সরকারি সূত্রে।

রবিবার অভিযানের সময়, একটি আইইডি বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) এক জওয়ান সামান্য আহত হন। বিস্ফোরকটি মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA)-র ব্যাটালিয়ন ১-এর সদস্যরা পুঁতে রেখেছিল বলে ধারণা। PLGA ব্যাটালিয়ন ১-কে মাওবাদীদের অন্যতম ভয়ঙ্কর ইউনিট হিসাবে মনে করা হয়।

এই অভিযানে করেগুট্টা পাহাড় ট্যাকটিক্যালি দখল করছে নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, এখানেই মাওবাদী নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্যরা PLGA ব্যাটালিয়নের সুরক্ষায় লুকিয়ে আছে।

সপ্তাহব্যাপী চলা অভিযানে এখনও পর্যন্ত তিন জন মাওবাদী নিহত হয়েছে এবং তিন জন জওয়ান আহত হয়েছেন। যদিও নিরাপত্তা বাহিনীর সূত্র মতে, নিহত মাওবাদীদের সংখ্যা আরও বেশি হতে পারে।

“আজ CoBRA (Commando Battalion for Resolute Action)-র এক জওয়ান আইইডি বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন। তবে তিনি এখন ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন,” জানিয়েছেন এক আধিকারিক। এর আগে, স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)-এর আরও দুই জওয়ান আহত হন।

উল্লেখ্য, গত বছরের টানা অভিযানের পর থেকেই মাওবাদীদের করেগুট্টা পাহাড় অঞ্চলে কোণঠাসা করা হয়েছে। এরই ফলশ্রুতি হিসেবে, ২১ এপ্রিল থেকে প্রায় ৭,০০০ কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর যৌথ দল পাহাড় ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।

পড়ুন: ৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।