Homeখবরদেশকরেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

প্রকাশিত

ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমান্তের করেগুট্টা পাহাড় এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে চালানো বিশাল যৌথ অভিযান সপ্তম দিনে পৌঁছেছে। একটি সিনিয়র পুলিশ কর্তার তথ্য অনুযায়ী, কিছু মাওবাদী পালিয়ে বেড়াচ্ছে, কেউ কেউ লুকিয়ে আছে আবার কেউ লড়াইয়ের পরিকল্পনাও করছে।

“কিছু নকশাল লুকিয়ে আছে, কিছু ঘুরে বেড়াচ্ছে, কিছু পালাচ্ছে, আর কিছু লড়াইয়ের ছক কষছে। আমাদের বাহিনী অভিযান ছেড়ে ফিরছে না। তাঁরা এলাকা দখল করে রেখেছে এবং অভিযান চলবে,” জানান অভিযানের পর্যবেক্ষণে থাকা এক কর্মকর্তা, পরিচয় গোপন রাখার শর্তে।

অভিযানের সময় নিরাপত্তাকর্মীরা একটি বড় প্রাকৃতিক গুহা আবিষ্কার করেছেন, যা সম্ভবত মাওবাদীদের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হত। পাশাপাশি, একটি বিশাল গর্তেরও সন্ধান মেলে, যা বাঁশ, প্লাস্টিকের শীট, মাটি ও ঘাস দিয়ে ঢাকা ছিল এবং যার মধ্যে বিপুল পরিমাণ সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল বলে সূত্রের খবর।

“এই সব জায়গা থেকে উদ্ধার হওয়া সামগ্রী নথিভুক্ত করা হচ্ছে ও বাজেয়াপ্ত করা হচ্ছে। পুরো তল্লাশি শেষ হওয়ার পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে,” জানানো হয়েছে সরকারি সূত্রে।

রবিবার অভিযানের সময়, একটি আইইডি বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) এক জওয়ান সামান্য আহত হন। বিস্ফোরকটি মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA)-র ব্যাটালিয়ন ১-এর সদস্যরা পুঁতে রেখেছিল বলে ধারণা। PLGA ব্যাটালিয়ন ১-কে মাওবাদীদের অন্যতম ভয়ঙ্কর ইউনিট হিসাবে মনে করা হয়।

এই অভিযানে করেগুট্টা পাহাড় ট্যাকটিক্যালি দখল করছে নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে, এখানেই মাওবাদী নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্যরা PLGA ব্যাটালিয়নের সুরক্ষায় লুকিয়ে আছে।

সপ্তাহব্যাপী চলা অভিযানে এখনও পর্যন্ত তিন জন মাওবাদী নিহত হয়েছে এবং তিন জন জওয়ান আহত হয়েছেন। যদিও নিরাপত্তা বাহিনীর সূত্র মতে, নিহত মাওবাদীদের সংখ্যা আরও বেশি হতে পারে।

“আজ CoBRA (Commando Battalion for Resolute Action)-র এক জওয়ান আইইডি বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন। তবে তিনি এখন ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন,” জানিয়েছেন এক আধিকারিক। এর আগে, স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)-এর আরও দুই জওয়ান আহত হন।

উল্লেখ্য, গত বছরের টানা অভিযানের পর থেকেই মাওবাদীদের করেগুট্টা পাহাড় অঞ্চলে কোণঠাসা করা হয়েছে। এরই ফলশ্রুতি হিসেবে, ২১ এপ্রিল থেকে প্রায় ৭,০০০ কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর যৌথ দল পাহাড় ঘিরে রেখে অভিযান চালাচ্ছে।

পড়ুন: ৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।