Homeখবরদেশ'রাজনীতিতে সেনাবাহিনীর জড়ানো উচিত নয়, রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে মুখ খুললেন সেনাপ্রধান

‘রাজনীতিতে সেনাবাহিনীর জড়ানো উচিত নয়, রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে মুখ খুললেন সেনাপ্রধান

প্রকাশিত

সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্ক থেকে দূরে রাখা উচিত। স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “রাজনৈতিক প্রশ্নের উত্তর ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি টুইটের মাধ্যমে দিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রকও ব্যাখ্যা দিয়েছে। তবে আমার শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—আমি নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীকে কখনোই রাজনীতিতে জড়ানো উচিত নয়।”

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন, “ভারতের ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ হয়েছে, সেনাপ্রধান নিজেই তা স্বীকার করেছেন।” এই মন্তব্যের জবাবে প্রতিরক্ষামন্ত্রী বিস্তারিত ভাবে বিরোধিতা করেন।

ইন্দো-চিন সীমান্ত প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী কোনো বিতর্কিত এলাকায় প্রবেশ করেনি, বরং “আরও স্বচ্ছন্দ এবং আত্মবিশ্বাসী” অবস্থানে রয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, “২০০১ বা ২০০৭ সালে আইটিবিপি (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ) সেখানে দায়িত্বে ছিল, তখন সেনাবাহিনীর উপস্থিতি ছিল সামান্য। সময়ের সঙ্গে সঙ্গে আমরাও এগিয়েছি, একইভাবে চিনও এগিয়েছে।”

সীমান্তে পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “যখন সৈন্যসংখ্যা বাড়ে, তখন থাকার জায়গা, রাস্তা, পরিবহণ, সরঞ্জাম মজুদ করা প্রয়োজন হয়। এটা স্বাভাবিক, কারণ উভয় দেশই পরিকাঠামো গড়ে তুলছে।”

তিনি আরও বলেন, “ধরা যাক, আগে সেখানে ১০০ জন সৈন্য ছিল, এখন ১০০০ জন রয়েছে। তাহলে তাদের রসদ, বাসস্থানের ব্যবস্থাও করা লাগবে। জরুরি পরিস্থিতিতে আরও ২০০ জন সৈন্য যোগ হলে তাদের থাকার ব্যবস্থাও করতে হবে। তাই দুই পক্ষই একই কাজ করছে।”

সম্প্রতি রাহুল গান্ধী সংসদে বলেছেন, “চিন আমাদের ভূখণ্ডের ভেতরে বসে আছে, কারণ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প ব্যর্থ হয়েছে।” এই মন্তব্যেরও কঠোর প্রতিবাদ করেন প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সেনাপ্রধানের বক্তব্য শুধু দুই পক্ষের ঐতিহ্যগত টহলদারি ব্যবস্থার পরিবর্তনকে বোঝায়। সম্প্রতি হওয়া সমঝোতার মাধ্যমে সেই প্যাটার্ন স্বাভাবিক হয়েছে।”

এদিকে, ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সম্প্রতি বেজিং সফরে গিয়ে চিনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে।

ভারত ও চিন সম্প্রতি দেপসাং সমভূমি ও ডেমচকের টহলদারি ব্যবস্থা নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। এর আগে পূর্ব লাদাখের অন্যান্য সংঘর্ষপূর্ণ অঞ্চলে আলোচনা সাপেক্ষে সেনা অপসারণ হয়েছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...