নয়াদিল্লি: ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার কমিশন জানায়, ত্রিপুরায় ভোটগ্রহণ আগামী ১৬ ফেব্রুয়ারি। মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। আগামী ২ মার্চ, একই দিনে ফলাফল ঘোষণা হবে তিন রাজ্যের বিধানসভা ভোটের।
এ দিনের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরার প্রায় ৩৭৬টি বুথে ভোটগ্রহণ পরিচালনা করবেন মহিলা কর্মীরা। তিন রাজ্যে ভোট দেবেন প্রায় ৬২ লক্ষ ৮০ হাজার ভোটার। সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী, ত্রিপুরার ভোটার সংখ্যা ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮।
তিনি আরও জানান, ত্রিপুরার বিধানসভার মেয়াদ শেষ হবে ১২ মার্চ। অন্য দিকে, মেঘালয়ের এবং নাগাল্যান্ডের মেয়াদ যথাক্রমে ১৫ মার্চ এবং ২২ মার্চ।
ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩
বিজ্ঞপ্তি জারি: ২১ জানুয়ারি
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জানুয়ারি
মনোনয়ন যাচাই: ৩১ জানুয়ারি
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ: ২ ফেব্রুয়ারি
ভোটগ্রহণ: ১৬ ফেব্রুয়ারি
ভোটগণনা: ২ মার্চ
মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন ২০২৩
বিজ্ঞপ্তি জারি: ৩১ জানুয়ারি
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ৭ ফেব্রুয়ারি
মনোনয়ন যাচাই: ৮ ফেব্রুয়ারি
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি
ভোটগ্রহণ: ২৭ ফেব্রুয়ারি
ভোটগণনা: ২ মার্চ
আরও পড়ুন: কিভে ভেঙে পড়ল হেলিকপ্টার, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী-সহ মৃত ১৬