Homeখবরবিদেশকিভে ভেঙে পড়ল হেলিকপ্টার, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী-সহ মৃত ১৬

কিভে ভেঙে পড়ল হেলিকপ্টার, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী-সহ মৃত ১৬

প্রকাশিত

ইউক্রেনের রাজধানী কিভে একটি বড়োসড়ো হেলিকপ্টার দুর্ঘটনা। বুধবার ইউক্রেনের রাজধানী কিভের কাছে ব্রোভারি টাউনে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক-সহ ১৬ জন নিহত হয়েছেন।

জানা গিয়েছে, যে হেলিকপ্টারটি ভেঙে পড়ে, তাতে মোট ৯ জন ছিলেন। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তারা ছিলেন ওই হেলিকপ্টারে। তারা সবাই মারা গিয়েছেন। এ দিকে কিন্ডাগার্টেনের দুই শিশুও নিহত হয়েছে ঘটনায়। কিভ অঞ্চলের গভর্নর বুধবার জানান, ব্রোভারি শহরে একটি কিন্ডারগার্টেন এবং একটি আবাসিক ভবনের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

পুলিশের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, দুই শিশু-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ১০ শিশু-সহ ২২ জনকে। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকরাও উপস্থিত হয়েছেন। আপাতত ওই নার্সারি স্কুলের বাড়িটি খালি করা হয়েছে। আর কেউ বাড়ির ভিতরে আটকে নেই বলেই অনুমান উদ্ধারকারীদের।

হেলিকপ্টারটি কেন ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের সহ-অধিকর্তা কিরিলো টিমোশেঙ্কো একটি টেলিগ্রামে লেখেন, “আমরা হতাহত এবং পরিস্থিতি সম্পর্কে তথ্য পাচ্ছি।” তবে এই দুর্ঘটনা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: রাহুল গান্ধীকে আলিঙ্গন করার চেষ্টা, বাড়ল নিরাপত্তা

সাম্প্রতিকতম

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।

চোখের জ্যোতি ধরে রাখতে ডায়েটে রাখুন কালো কিশমিশ, জানুন আরও উপকারিতা

চোখের সমস্যা বাড়ছে স্ক্রিনটাইমের কারণে? রোজ খান কালো কিশমিশ। চোখের রেটিনা সুরক্ষা থেকে শুরু করে হৃদযন্ত্র, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ড্রাই ফ্রুটস।

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আরও পড়ুন

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

কেন ইরানের সামরিক ঘাঁটিতে হানা? কারণ জানাল ইজরায়েল

‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ পৌঁছে গিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি— এই দাবি তুলে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানল ইজরায়েল। নিহত সেনাপ্রধান বাঘেরি।

গাজায় মানবিক সহায়তা নিয়ে রওনা, গ্রেটা থুনবার্গদের জাহাজ আটকাল ইজরায়েল, সমুদ্রে ‘অপহরণ’-এর অভিযোগ

গ্রেটা থুনবার্গ ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানসহ গাজামুখী মানবিক জাহাজ 'ম্যাডলিন' আটক ইজরায়েলের, আন্তর্জাতিক জলসীমায় 'অপহরণ'-এর অভিযোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে