Home খবর দেশ ১ বর্গ ফুটের দাম ১.৪ লক্ষ টাকা! মুম্বইয়ের একটি বহুতলের ট্রিপলেক্স বিক্রি...

১ বর্গ ফুটের দাম ১.৪ লক্ষ টাকা! মুম্বইয়ের একটি বহুতলের ট্রিপলেক্স বিক্রি হল ২৫২ কোটি টাকায়

0
দক্ষিণ মুম্বইয়ের ওয়াকেশ্বরে একটি নির্মীয়মান টাওয়ারে একটি ১৮ হাজার বর্গফুট ট্রিপ্লেক্স ২৫২ কোটি টাকায় বিক্রি হয়েছে। (প্রতিনিধিত্বমূলক ছবি)

মুম্বই: একটি বহুতল আবাসনে রেকর্ড দামে বিক্রি হল ১৮ হাজার স্কোয়ার ফুটের ট্রিপলেক্স। বহুতলের তিনটি তলের জন্য দাম পড়েছে ২৫২ কোটি। যেখানে ১ স্কোয়ার ফুটের দাম ১.৪ লক্ষ টাকা!

রিয়েল এস্টেট বাজারের সূত্র উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ভারতে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া আবাসন। গত ফেব্রুয়ারি মাসে ওরলির একটি বিলাসবহুল টাওয়ারের একটি ৩০ হাজার বর্গফুট পেন্টহাউস বিক্রি হয়েছিল ২৪০ কোটি টাকায়। ওয়েলস্পুন গ্রুপের চেয়ারম্যান বিকে গোয়েঙ্কা ওই পেন্টহাউস কিনেছিলেন। তবে মাস না ঘুরতেই সেই রেকর্ড ভেঙে গেল!

মুম্বইয়ের ওয়াকেশ্বরে নির্মীয়মান বহুতলের ১৮ হাজার স্কোয়ার ফুটের ট্রিপলেক্সটি ম্যাক্রোটেক ডেভেলপারস (লোধা গ্রুপ)-এর কাছ থেকে কিনেছেন শিল্পপতি নীরজ বাজাজ। জানা গিয়েছে, বাজাজ অটোর চেয়ারম্যান এবং বাজাজ গ্রুপের প্রমোটার-ডিরেক্টর নীরজ বাজাজ মালাবার টাওয়ারের উপরের তিনটি তল বুক করেছেন। ইতিমধ্যে টোকেন পেমেন্টও করে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, বৃহন্মুম্বই পুরসভার কাছ থেকে অকুপেশন সার্টিফিকেট পাওয়ার পর বাকি টাকা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

বহুতলটিতে মোট ৩১টি তল থাকবে। বর্তমানে ভিতের কাজ চলছে। ২০২৬ সালের জুন মাসের মধ্যেই ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। এই বহুতলের ২৯,৩০ এবং ৩১তম তলটি কিনছেন নীরজ। উল্লেখযোগ্য ভাবে এতে থাকবে আটটি গাড়ি পার্কিংয়ের সুবিধা।

নীরজ বাজাজ বর্তমানে পেডার রোডের মাউন্ট ইউনিক বিল্ডিংয়ে নিজের পরিবার নিয়ে থাকেন। কয়েক দশক ধরে এই বিল্ডিংয়ে বসবাস করছেন বাজাজরা। প্রায় ৫০ বছরের পুরনো এই বিল্ডিংয়ে আধুনিক বিলাসবহুল সুযোগ-সুবিধাগুলি নেই। তবে লোধা মালাবারে একটি সুইমিং পুল-সহ অন্য যাবতীয় সুবিধা পাবেন।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, বাজাজ-লোধা চুক্তিটির রেজিস্ট্রেশন হয়েছে গত সোমবার। এর জন্য স্ট্যাম্প ডিউটি হিসেবে মেটাতে হয়েছে ১৫ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার, জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version