Homeখবরদেশবেঙ্গালুরু ইঞ্জিনিয়ার আত্মহত্যা মামলা: হেনস্থার অভিযোগ অস্বীকার স্ত্রী নিকিতা সিংহানিয়ার

বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার আত্মহত্যা মামলা: হেনস্থার অভিযোগ অস্বীকার স্ত্রী নিকিতা সিংহানিয়ার

প্রকাশিত

বেঙ্গালুরুর প্রযুক্তি চাকরিজীবী অতুল সুভাষের আত্মহত্যার মামলায় পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া। গত ৯ ডিসেম্বর, ৩৪ বছর বয়সি অতুল আত্মহত্যা করেন এবং একটি ভিডিও ও ৪৮ পৃষ্ঠার সুইসাইড নোটে নিকিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে হয়রানি ও টাকা আদায়ের অভিযোগ আনেন।

তবে, নিকিতা পুলিশকে জানিয়েছেন যে তিনি প্রায় তিন বছর ধরে অতুলের থেকে আলাদা ছিলেন। তিনি বলেন, “আমি যদি তাঁকে হয়রানি করতাম, তবে তাঁর থেকে দূরে থাকতাম কেন?” নিকিতা দাবি করেছেন, বিবাহিত জীবনে তিনিই হয়রানির শিকার হয়েছেন এবং ২০২২ সালে অতুলের বিরুদ্ধে যৌতুক-সংক্রান্ত হয়রানি ও নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন।

বেঙ্গালুরু পুলিশ নিকিতা সিংহানিয়া (২৯), তাঁর মা নিশা (৫৪) এবং ভাই অনুরাগ (২৭)-কে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আটক করেছে। নিকিতাকে গুরগাঁওয়ের হংকং বাজার রোড এলাকা থেকে এবং তাঁর মা ও ভাইকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়। তাঁদের বেঙ্গালুরুতে নিয়ে আসার পর শারীরিক পরীক্ষা করানো হয় এবং পরে ১৪ দিনের জন্য পরাপ্পানা আগ্রাহারাতে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়।

এ দিকে, অতুল সুভাষের বাবা এবং ভাই তাঁর চার বছরের ছেলের নিরাপত্তা এবং অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

হোয়াইটফিল্ডের ডেপুটি কমিশনার শিবকুমার গুনারে জানিয়েছেন, মামলাটি যথাযথ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযোগপত্র দাখিল করা হবে। অতুলের লেখা এবং ডিজিটাল সুইসাইড নোটসহ সমস্ত ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গুজব ছড়িয়ে পড়া সত্ত্বেও, পুলিশ জানিয়েছে যে সমস্ত প্রমাণ সুরক্ষিত এবং আদালতে উপস্থাপন করা হয়েছে।

এর আগে, নিকিতা ২০২২ সালে পুলিশের কাছে অভিযোগ করেন যে অতুল যৌতুকের দাবিতে তাঁকে মারধর করতেন এবং তাঁদের বৈবাহিক সম্পর্ককে “পশুর মতো” করে তুলেছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে অতুলের পরিবারের অসন্তোষ, বিশেষ করে বিয়ের উপহার ও অতিরিক্ত ১০ লক্ষ টাকার দাবি, তাঁর বাবার স্বাস্থ্যের অবনতির কারণ হয়।

অন্য দিকে, অতুল তাঁর সুইসাইড নোটে দাবি করেন যে যৌতুক-সংক্রান্ত মানসিক চাপে তাঁর শ্বশুরের মৃত্যু হয়নি। হার্টের সমস্যার কারণে হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি অত্যন্ত সংবেদনশীল এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অতুলের মৃত্যুর পর থেকে পরিবারের বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার আত্মহত্যা: ন্যায়বিচার, কঠোর ব্যবস্থার দাবি পরিবারের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।