Homeখবরদেশনাতিকে ফেরানোর আবেদন, সুপ্রিম কোর্টে বেঙ্গালুরুর আত্মঘাতী ইঞ্জিনিয়ারের মা

নাতিকে ফেরানোর আবেদন, সুপ্রিম কোর্টে বেঙ্গালুরুর আত্মঘাতী ইঞ্জিনিয়ারের মা

প্রকাশিত

নয়াদিল্লি: ৯ ডিসেম্বর বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার পর তাঁর চার বছরের ছেলের হেফাজত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর মা, অঞ্জু মোদী।

সুভাষের মৃত্যুর আগে রেখে যাওয়া ভিডিও এবং চিঠিতে স্ত্রী নিকিতা সিংহানিয়া ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলা হয়েছে।

সুপ্রিম কোর্টে হেবিয়াস করপাস আবেদন করেছেন অঞ্জু মোদী। যেখানে তিনি দাবি করেছেন যে নাতি কোথায় রয়েছে, তা এখনও অজানা। আবেদনপত্রে জানানো হয়েছে, নিকিতা সিংহানিয়া ও তাঁর পরিবারের সদস্যরা—যাঁরা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে আছেন—শিশুটির সঠিক অবস্থান প্রকাশ করেননি।

পুলিশকে নিকিতা জানিয়েছেন, শিশুটি ফরিদাবাদের একটি বোর্ডিং স্কুলে ভর্তি এবং তাঁর কাকা সুশীল সিংহানিয়ার তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু সুশীল সিংহানিয়া এই বিষয়ে কোনও তথ্য জানাতে অস্বীকার করেছেন।

বিচারপতি বিবি নাগরত্ন এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটক সরকারের কাছে এ বিষয়ে দ্রুত প্রকৃত তথ্য প্রকাশ্যে আনতে নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে ৭ জানুয়ারি।

অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় নিকিতা সিংহানিয়া, তাঁর মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগ সিংহানিয়াকে কর্নাটক পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। তাঁরা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

অঞ্জু মোদী এবং সুভাষের বাবা পবন কুমার অভিযোগ করেছেন যে, নিকিতা এবং তাঁর পরিবার মিথ্যা মামলার মাধ্যমে সুভাষকে হয়রানি করেছিল এবং আর্থিক দাবি জানিয়েছিল। পবন কুমার প্রকাশ্যে নাতির হেফাজতের দাবিও করেছেন।

নিকিতার কাকা সুশীল সিংহানিয়া সুপ্রিম কোর্টে গ্রেফতারি এড়াতে জামিনের আবেদন করেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, সুশীলের বয়স ৬৯ এবং তিনি দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন। এই প্রেক্ষিতে, এলাহাবাদ হাইকোর্ট জামিন মঞ্জুর করে, শর্তসাপেক্ষে ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।

অতুলের ভাই বিকাশ কুমার জানিয়েছেন, সুভাষের অস্থি বিসর্জন না দিয়ে তাঁরা ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাবেন। তাঁর কথায়, “আমার ন্যায়বিচার পাওয়ার আগে পর্যন্ত আমরা তাঁর অস্থি বিসর্জন দেব না। এছাড়াও আমরা আমার ভাইপোর নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁকে আমরা বহু দিন ধরে দেখতে পাইনি। তাকে আমরা দ্রুত নিজেদের কাছে ফেরাতে চাই”।

এই ঘটনায় শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সুভাষের পরিবার সুপ্রিম কোর্টের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে যথোপযুক্ত নির্দেশের আশা করছে।

আরও পড়ুন: বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার আত্মহত্যা মামলা: হেনস্থার অভিযোগ অস্বীকার স্ত্রী নিকিতা সিংহানিয়ার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।