Homeখবরদেশনাতিকে ফেরানোর আবেদন, সুপ্রিম কোর্টে বেঙ্গালুরুর আত্মঘাতী ইঞ্জিনিয়ারের মা

নাতিকে ফেরানোর আবেদন, সুপ্রিম কোর্টে বেঙ্গালুরুর আত্মঘাতী ইঞ্জিনিয়ারের মা

প্রকাশিত

নয়াদিল্লি: ৯ ডিসেম্বর বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার পর তাঁর চার বছরের ছেলের হেফাজত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর মা, অঞ্জু মোদী।

সুভাষের মৃত্যুর আগে রেখে যাওয়া ভিডিও এবং চিঠিতে স্ত্রী নিকিতা সিংহানিয়া ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলা হয়েছে।

সুপ্রিম কোর্টে হেবিয়াস করপাস আবেদন করেছেন অঞ্জু মোদী। যেখানে তিনি দাবি করেছেন যে নাতি কোথায় রয়েছে, তা এখনও অজানা। আবেদনপত্রে জানানো হয়েছে, নিকিতা সিংহানিয়া ও তাঁর পরিবারের সদস্যরা—যাঁরা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে আছেন—শিশুটির সঠিক অবস্থান প্রকাশ করেননি।

পুলিশকে নিকিতা জানিয়েছেন, শিশুটি ফরিদাবাদের একটি বোর্ডিং স্কুলে ভর্তি এবং তাঁর কাকা সুশীল সিংহানিয়ার তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু সুশীল সিংহানিয়া এই বিষয়ে কোনও তথ্য জানাতে অস্বীকার করেছেন।

বিচারপতি বিবি নাগরত্ন এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটক সরকারের কাছে এ বিষয়ে দ্রুত প্রকৃত তথ্য প্রকাশ্যে আনতে নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে ৭ জানুয়ারি।

অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় নিকিতা সিংহানিয়া, তাঁর মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগ সিংহানিয়াকে কর্নাটক পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। তাঁরা বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

অঞ্জু মোদী এবং সুভাষের বাবা পবন কুমার অভিযোগ করেছেন যে, নিকিতা এবং তাঁর পরিবার মিথ্যা মামলার মাধ্যমে সুভাষকে হয়রানি করেছিল এবং আর্থিক দাবি জানিয়েছিল। পবন কুমার প্রকাশ্যে নাতির হেফাজতের দাবিও করেছেন।

নিকিতার কাকা সুশীল সিংহানিয়া সুপ্রিম কোর্টে গ্রেফতারি এড়াতে জামিনের আবেদন করেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, সুশীলের বয়স ৬৯ এবং তিনি দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন। এই প্রেক্ষিতে, এলাহাবাদ হাইকোর্ট জামিন মঞ্জুর করে, শর্তসাপেক্ষে ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।

অতুলের ভাই বিকাশ কুমার জানিয়েছেন, সুভাষের অস্থি বিসর্জন না দিয়ে তাঁরা ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাবেন। তাঁর কথায়, “আমার ন্যায়বিচার পাওয়ার আগে পর্যন্ত আমরা তাঁর অস্থি বিসর্জন দেব না। এছাড়াও আমরা আমার ভাইপোর নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁকে আমরা বহু দিন ধরে দেখতে পাইনি। তাকে আমরা দ্রুত নিজেদের কাছে ফেরাতে চাই”।

এই ঘটনায় শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সুভাষের পরিবার সুপ্রিম কোর্টের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে যথোপযুক্ত নির্দেশের আশা করছে।

আরও পড়ুন: বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার আত্মহত্যা মামলা: হেনস্থার অভিযোগ অস্বীকার স্ত্রী নিকিতা সিংহানিয়ার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...