বাজাজ পালসারের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সংস্থার এই বহুবিক্রিত মোটরসাইকেল মডেল পাওয়া যাচ্ছে অ্যামাজন ইন্ডিয়ায়। পণ্যের বিপণনে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে বাজাজ নিজের তৈরি মোটরবাইক এখন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে গ্রাহকরা খুব সহজেই দেশের যে কোনো প্রান্ত থেকে পছন্দের বাইকটি কিনে ফেলতে পারেন। তবে অ্যামাজনে বাজাজ পালসার কেনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখা দরকার।
প্রথম পদক্ষেপ:
প্রথম কাজটি হলে অ্যামাজন ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইটে যাওয়া। সেখানে নিজের অ্যাকাউন্ট লগইন করে বাজাজ পালসার কেনা যাবে।
দ্বিতীয় পদক্ষেপ:
কোন মোটর বাইকটি আপনি কিনবেন সেটা নির্দিষ্ট করতে হবে। হোমপেজের ‘All’ ট্যাবে গিয়ে প্রডাক্ট ক্যাটেগরি পেয়ে যাবেন।
তৃতীয় পদক্ষেপ:
এর পর স্ক্রল ডাউন করে ‘Shop by Category’ সেকশনে চলে যান। এখানে পেয়ে যাবেন কার, মোটরবাইক, ইন্ডাস্ট্রিয়াল অপশন।
চতুর্থ পদক্ষেপ:
এই অপশনে ক্লিক করলে পাওয়া যাবে ‘Car & Motorbike’ অপশন। এখানে ক্লিক করুন।
পঞ্চম পদক্ষেপ:
এখানে ‘Petrol Motorcycle’ পেজ দেখতে পাবেন। এর পর পছন্দ করে নিন বাজাজ পালসার মডেল।
ষষ্ঠ পদক্ষেপ:
কেনার আগে এখানে দেখে নিন পণ্যটির বিশদ বিবরণ এবং অন্য ক্রেতার রিভিউ। কেনার সময় বেশ কিছু তথ্য দিতে হবে। মাথায় রাখবেন, সেগুলি দেওয়ার সময় কোনো ত্রুটি যেন থেকে না যায়।
আরও পড়ুন: নর্টন মোটরসাইকেল এ বার কেনা যাবে ভারতেও, শীঘ্রই আসছে ৬টি মডেল