Homeখবরদেশজেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া

জেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নয়াদিল্লি: পড়ুয়া-বিক্ষোভ নিয়ে কঠোর পদক্ষেপ জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের। জানা গিয়েছে, জেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া জারি করেছেন কর্তৃপক্ষ।

দেশ-বিদেশে বিখ্যাত জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করেও বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট পরিচিতি রয়েছে। সম্প্রতি জেএনইউ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন একাডেমিক ভবনের ১০০ মিটারের মধ্যে প্রতিবাদ করার জন্য এবং দেওয়ালে পোস্টার লাগানোর জন্য ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এখানেই শেষ নয়, যদি বিষয়টি গুরুতর হয় তবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তিও দেওয়া যেতে পারে সংশ্লিষ্ট পড়ুয়াকে। এর পাশাপাশি, জেএনইউ-র নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও দেশবিরোধী কার্যকলাপের জন্য পড়ুয়াদের ১০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।

জানা গিয়েছে, ক্লাস রুম এবং ল্যাবরেটরি ছাড়াও, নতুন নিয়মে চেয়ারপারসন, ডিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের অফিসও অন্তর্ভুক্ত রয়েছে। হিংসা ও সংঘর্ষ থামাতে এই সিদ্ধান্ত নিয়েছে জেএনইউ প্রশাসন।

আগে জেএনইউ প্রশাসনিক ব্লকের ১০০ মিটারের মধ্যে বিক্ষোভ হতো, কিন্তু দিল্লি হাইকোর্টের নির্দেশের পরে, এই এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী, শারীরিক নির্যাতন, অন্য পড়ুয়া, কর্মচারী বা অনুষদ সদস্যকে গালিগালাজ বা মারধরের জন্য একজন পড়ুয়াকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

চিফ প্রক্টর অফিসের জারি করা নির্দেশিকা অনুসারে, যে কোনও ধর্ম, বর্ণ বা সম্প্রদায় বা অসহিষ্ণুতা বা দেশবিরোধী কার্যকলাপের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হবে। অপমানজনক ধর্মীয়, সাম্প্রদায়িক, বর্ণবাদী বা দেশবিরোধী মন্তব্য সম্বলিত পোস্টার বা পুস্তিকা মুদ্রণ, প্রকাশ এবং প্রচার বা সাঁটানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

জেএনইউ প্রশাসনের এই নির্দেশের বিরোধিতা করেছে ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের নেতারা বলছেন, এটা ক্যাম্পাসে ভিন্নমত দমনের চেষ্টা। জেএনইউএসইউ এই নতুন নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অবিলম্বে চিফ প্রক্টর কার্যালয় থেকে জারি করা নতুন নির্দেশিকা বাতিল করতে হবে। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেএনইউ ছাত্র সংসদও বৈঠক ডেকেছে।

আরও পড়ুন: শিবরাজ সিং চৌহানের জমানা শেষ, মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।