Homeখবরদেশজেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া

জেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া

প্রকাশিত

নয়াদিল্লি: পড়ুয়া-বিক্ষোভ নিয়ে কঠোর পদক্ষেপ জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের। জানা গিয়েছে, জেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া জারি করেছেন কর্তৃপক্ষ।

দেশ-বিদেশে বিখ্যাত জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করেও বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট পরিচিতি রয়েছে। সম্প্রতি জেএনইউ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন একাডেমিক ভবনের ১০০ মিটারের মধ্যে প্রতিবাদ করার জন্য এবং দেওয়ালে পোস্টার লাগানোর জন্য ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এখানেই শেষ নয়, যদি বিষয়টি গুরুতর হয় তবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তিও দেওয়া যেতে পারে সংশ্লিষ্ট পড়ুয়াকে। এর পাশাপাশি, জেএনইউ-র নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও দেশবিরোধী কার্যকলাপের জন্য পড়ুয়াদের ১০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।

জানা গিয়েছে, ক্লাস রুম এবং ল্যাবরেটরি ছাড়াও, নতুন নিয়মে চেয়ারপারসন, ডিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের অফিসও অন্তর্ভুক্ত রয়েছে। হিংসা ও সংঘর্ষ থামাতে এই সিদ্ধান্ত নিয়েছে জেএনইউ প্রশাসন।

আগে জেএনইউ প্রশাসনিক ব্লকের ১০০ মিটারের মধ্যে বিক্ষোভ হতো, কিন্তু দিল্লি হাইকোর্টের নির্দেশের পরে, এই এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী, শারীরিক নির্যাতন, অন্য পড়ুয়া, কর্মচারী বা অনুষদ সদস্যকে গালিগালাজ বা মারধরের জন্য একজন পড়ুয়াকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

চিফ প্রক্টর অফিসের জারি করা নির্দেশিকা অনুসারে, যে কোনও ধর্ম, বর্ণ বা সম্প্রদায় বা অসহিষ্ণুতা বা দেশবিরোধী কার্যকলাপের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হবে। অপমানজনক ধর্মীয়, সাম্প্রদায়িক, বর্ণবাদী বা দেশবিরোধী মন্তব্য সম্বলিত পোস্টার বা পুস্তিকা মুদ্রণ, প্রকাশ এবং প্রচার বা সাঁটানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

জেএনইউ প্রশাসনের এই নির্দেশের বিরোধিতা করেছে ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের নেতারা বলছেন, এটা ক্যাম্পাসে ভিন্নমত দমনের চেষ্টা। জেএনইউএসইউ এই নতুন নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অবিলম্বে চিফ প্রক্টর কার্যালয় থেকে জারি করা নতুন নির্দেশিকা বাতিল করতে হবে। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেএনইউ ছাত্র সংসদও বৈঠক ডেকেছে।

আরও পড়ুন: শিবরাজ সিং চৌহানের জমানা শেষ, মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব

সাম্প্রতিকতম

আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলাতেও সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ, ধৃত টালা থানার প্রাক্তন ওসিও

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় নতুন করে তদন্তের গতি আসছে।

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরও পড়ুন

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

দীর্ঘ ২৫ দিনের শ্বাসযন্ত্রের সংক্রমণের লড়াই শেষে দিল্লির AIIMS হাসপাতালে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?