লোকসভায় পাস হয়েছে ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, ২০২৪। এই নতুন বিলের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন নমিনি বা মনোনীত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সুযোগ মিলবে। এর ফলে অ্যাকাউন্ট হোল্ডার বা স্থায়ী আমানতকারী মারা গেলে তাঁর উত্তরাধিকারীদের অ্যাকাউন্টের অর্থ পেতে সমস্যা হবে না।
জানা গিয়েছে, বিলের মাধ্যমে গ্রাহকরা একসঙ্গে বা ক্রমান্বয়ে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করতে পারবেন। একসঙ্গে মনোনয়নে নির্দিষ্ট শতাংশ ভাগ করে দেওয়া যাবে, আর ক্রমান্বয়ে মনোনয়নের ক্ষেত্রে আগে থেকে নির্ধারিত ক্রম অনুসারে উত্তরাধিকারীরা মৃত ব্যক্তির সম্পত্তি পাবেন।
মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পরে তা ধ্বনিভোটে পাস হয়। অর্থমন্ত্রী বলেন, “২০১৪ থেকে সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের কড়া নজরদারি চালু আছে, যাতে ব্যাঙ্কিং ব্যবস্থা স্থিতিশীল থাকে। এখন এর সুফল পাওয়া যাচ্ছে।”
নতুন বিলের মাধ্যমে সমবায় ব্যাঙ্কগুলির পরিচালকের কার্যকাল ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পরিচালকরা এ বার থেকে রাজ্য সমবায় ব্যাঙ্কের পরিচালনা পর্ষদেও কাজ করতে পারবেন।
বিলটিতে আরও প্রস্তাব করা হয়েছে যে, ব্যাঙ্কগুলি তাদের নিরীক্ষকদের বেতন নির্ধারণে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবে।
নিয়ন্ত্রক সংস্থার কাছে রিপোর্টিংয়ের সময়সীমাও পরিবর্তন করা হয়েছে এই সংশোধনী বিলে। এখন থেকে মাসের ১৫ এবং শেষ তারিখে রিপোর্ট জমা দিতে হবে, যা আগে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবারে করতে হতো।
অর্থমন্ত্রী সীতারমন বলেন, “এই সংশোধনীগুলি ব্যাঙ্কিং ক্ষেত্রে শাসনব্যবস্থা শক্তিশালী করবে এবং গ্রাহকদের জন্য মনোনয়ন প্রক্রিয়া ও বিনিয়োগকারীদের সুরক্ষায় সহায়ক হবে।”
আরও পড়ুন: স্বল্প দূরত্বের জন্য সাশ্রয়ী মূল্যের ই-স্কুটার আনল Ola