Homeখবরদেশব্যাঙ্ক অ্যাকাউন্টে জোড়া যাবে চার জন পর্যন্ত নমিনি, বিল পাস লোকসভায়

ব্যাঙ্ক অ্যাকাউন্টে জোড়া যাবে চার জন পর্যন্ত নমিনি, বিল পাস লোকসভায়

প্রকাশিত

লোকসভায় পাস হয়েছে ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, ২০২৪। এই নতুন বিলের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন নমিনি বা মনোনীত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সুযোগ মিলবে। এর ফলে অ্যাকাউন্ট হোল্ডার বা স্থায়ী আমানতকারী মারা গেলে তাঁর উত্তরাধিকারীদের অ্যাকাউন্টের অর্থ পেতে সমস্যা হবে না।

জানা গিয়েছে, বিলের মাধ্যমে গ্রাহকরা একসঙ্গে বা ক্রমান্বয়ে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করতে পারবেন। একসঙ্গে মনোনয়নে নির্দিষ্ট শতাংশ ভাগ করে দেওয়া যাবে, আর ক্রমান্বয়ে মনোনয়নের ক্ষেত্রে আগে থেকে নির্ধারিত ক্রম অনুসারে উত্তরাধিকারীরা মৃত ব্যক্তির সম্পত্তি পাবেন।

মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পরে তা ধ্বনিভোটে পাস হয়। অর্থমন্ত্রী বলেন, “২০১৪ থেকে সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের কড়া নজরদারি চালু আছে, যাতে ব্যাঙ্কিং ব্যবস্থা স্থিতিশীল থাকে। এখন এর সুফল পাওয়া যাচ্ছে।”

নতুন বিলের মাধ্যমে সমবায় ব্যাঙ্কগুলির পরিচালকের কার্যকাল ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পরিচালকরা এ বার থেকে রাজ্য সমবায় ব্যাঙ্কের পরিচালনা পর্ষদেও কাজ করতে পারবেন।

বিলটিতে আরও প্রস্তাব করা হয়েছে যে, ব্যাঙ্কগুলি তাদের নিরীক্ষকদের বেতন নির্ধারণে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবে।

নিয়ন্ত্রক সংস্থার কাছে রিপোর্টিংয়ের সময়সীমাও পরিবর্তন করা হয়েছে এই সংশোধনী বিলে। এখন থেকে মাসের ১৫ এবং শেষ তারিখে রিপোর্ট জমা দিতে হবে, যা আগে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবারে করতে হতো।

অর্থমন্ত্রী সীতারমন বলেন, “এই সংশোধনীগুলি ব্যাঙ্কিং ক্ষেত্রে শাসনব্যবস্থা শক্তিশালী করবে এবং গ্রাহকদের জন্য মনোনয়ন প্রক্রিয়া ও বিনিয়োগকারীদের সুরক্ষায় সহায়ক হবে।”

আরও পড়ুন: স্বল্প দূরত্বের জন্য সাশ্রয়ী মূল্যের ই-স্কুটার আনল Ola

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।