Homeখবরদেশবেঙ্গালুরুতে IT কর্মীদের বিক্ষোভ, "ওয়ার্ক-লাইফ ব্যালেন্স আমাদের অধিকার" দাবিতে সরব

বেঙ্গালুরুতে IT কর্মীদের বিক্ষোভ, “ওয়ার্ক-লাইফ ব্যালেন্স আমাদের অধিকার” দাবিতে সরব

প্রকাশিত

বেঙ্গালুরুতে রবিবার শতাধিক IT ও ITeS কর্মী Freedom Park-এ বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, “ওয়ার্ক-লাইফ ব্যালেন্স প্রতিটি কর্মীর অধিকার”, যা IT শিল্পে অবহেলিত হচ্ছে।

অতিরিক্ত কাজ ও মানসিক স্বাস্থ্য সংকট

কর্ণাটক স্টেট IT/ITeS এমপ্লয়িজ ইউনিয়ন (KITU)-এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে কর্মীরা অভিযোগ করেন, অতিরিক্ত সময় ধরে কাজ করানো হলেও কোন অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয় না

একটি সমীক্ষার তথ্য তুলে ধরে তারা জানান, IT কর্মীদের ৭০% মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কর্মীদের উপর অবাস্তব ডেডলাইন, অনিয়ন্ত্রিত কর্মপরিবেশ এবং চরম স্ট্রেসের প্রভাব পড়ছে।

আইনে পরিবর্তন হলে সংকট আরও বাড়বে

সরকার কর্ণাটক Shops and Commercial Establishments Act, 1961-এ সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে, যা দৈনিক সর্বোচ্চ কর্মঘণ্টাকে ১২ থেকে ১৪ ঘণ্টায় বাড়ানোর সুপারিশ করছে।

বিক্ষোভকারী রাম কুমার, এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বলেন, “এই সংশোধনী কার্যকর হলে কর্মীদের কোনো বিকল্প থাকবে না, বাধ্য হয়েই কাজ করতে হবে।”

নারী কর্মীদের জন্য পরিস্থিতি আরও জটিল

KITU-এর সহ-সভাপতি রশ্মি চৌধুরী বলেন, “নারীদের IT শিল্প থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা কাজ করি, তারপরও ঘরে গিয়ে গৃহশ্রম করতে হয়। কর্পোরেট নেতারা যখন ৭০-ঘণ্টার কাজের সপ্তাহের পক্ষে কথা বলেন, তখন সেটাই স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “যদি সরকার হস্তক্ষেপ না করে, তাহলে এটাই আমাদের ভবিষ্যত হতে চলেছে।”

শ্রম আইনের দাবি

বিক্ষোভকারীরা সরকারের কাছে IT কর্মীদের জন্য সুনির্দিষ্ট শ্রম আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, কর্মীদের অধিকার সুরক্ষিত করা না হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।