Homeখবরদেশ'২৪-এর রণকৌশল! পটনায় বসছে বিরোধীদের প্রথম বৈঠক

‘২৪-এর রণকৌশল! পটনায় বসছে বিরোধীদের প্রথম বৈঠক

প্রকাশিত

নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বিভিন্ন ইস্যুতে কাছাকাছি বড়ো বিরোধী দলগুলি। সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য একটি যৌথ কৌশল নিয়ে আলোচনা করতে বিরোধী দলগুলি আগামী ১২ জুন বৈঠক করবে বিহারের পটনায়।

জানা গিয়েছে, ১৮টিরও বেশি সমমনা বিরোধী দল পটনার ওই বৈঠকে অংশ নেবে। বিরোধী দলের একজন প্রবীণ নেতা অবশ্য সংবাদ মাধ্যমেক কাছে বলেছেন, এটি একটি “প্রস্তুতিমূলক বৈঠক”। তিনি আরও বলেন, বিরোধী দলগুলোর মূল বৈঠক পরে অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ মে) সকালে নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ২০টি বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর হাতে নতুন সংসদের উদ্বোধনকে বয়কট করেছে। একই দিনে প্রকাশ্যে এল বিরোধীদের পটনা-বৈঠকের খবর।

আগের দিন, শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন মুখ্যমন্ত্রী গরহাজির রইলেন। প্রথম বয়কট করেছিলেন মমতা। এর পর একে একে সেই পথে হাঁটলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান-সহ অবিজেপি শাসিত রাজ্যের ১০ জন মুখ্যমন্ত্রী। এমনকী মোদির বন্ধু এবং গত ৯ বছর ধরেই বিজেপির ‘পরম মিত্র’ হিসেবে পরিচিত ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পর্যন্ত আসেননি।

জানা গিয়েছে, পটনায় এই বৈঠক ডাকতে নীতীশ কুমার এবং তেজস্বী যাদবকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ। দিল্লিতে গিয়ে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার কয়েকদিন পর তারিখটি নির্ধারণ করেন তিনি।

কংগ্রেস তো থাকছেই, ওই বৈঠকে হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি-সহ অধিকাংশ বিরোধী দল। এ ছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও বৈঠকে হাজির করানোর পরিকল্পনায় সফল হয়েছেন নীতীশ।

গত ২৪ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রী নেতা নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী নেতা তেজস্বী যাদবের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এর পর, ২৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে পাশে বসিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা। তিনি বলেন, “আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাক্যাল হতে পারে”।

আরও পড়ুন: এ বার সিলেবাস থেকে বাদ পড়ছেন ‘সারে জঁহা সে আচ্ছা’র রচয়িতা কবি ইকবাল

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

২৫ আগস্ট থেকে হাওড়া থেকেই ছাড়বে ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস, সময়সূচিতে পরিবর্তন

বাঙালির ভরসার ট্রেন ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস আর শালিমার নয়, এবার থেকে ছাড়বে হাওড়া স্টেশন থেকে। ২৫ আগস্ট থেকে চালু হচ্ছে নতুন রুটিন, পরিবর্তন হয়েছে সময়সূচিও।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে