মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয় গণনা। বেলা গড়াতেই ক্রমশ স্পষ্ট হয়ে যায় ফলাফল। মধ্যপ্রদেশের ক্ষমতা থাকছে বিজেপি-র হাতেই। পাশাপাশি, কংগ্রেসের কাছ থেকে রাজস্থান এবং ছত্তীসগঢ় ছিনিয়ে নিয়ে চমকে দিয়েছে বিজেপি। তেলঙ্গনা হাতছাড়া হল কেসিআরের। নতুন রাজ্য গঠিত হওয়ার পর থেকে এত দিন ক্ষমতায় ছিল বিআরএস। এ বার সেখানে আসছে কংগ্রেস সরকার।
বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ফলাফলের প্রবণতা
মধ্যপ্রদেশ
কংগ্রেস ৬৩
বিজেপি ১৬৬
অন্য ১
রাজস্থান
কংগ্রেস ৭০
বিজেপি ১১৫
অন্য ১৪
ছত্তীসগঢ়
কংগ্রেস ৩৩
বিজেপি ৫৬
অন্য ১
তেলঙ্গনা
কংগ্রেস ৬৪
বিজেপি ৯
বিআরএস ৪০
অন্য ৬